X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাজারে অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় বল্লমের আঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ২০:৪৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৪৬

ব্রাহ্মণবাড়িয়া মাজারে অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও মাজার থেকে অর্জিত টাকার ভাগাভাগির বিরোধ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে৷ রবিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে আয়েত আলী শাহ মাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
নিহতের ভাই আজিজুল ইসলাম বলেন, পীর আয়েত আলী শাহ মাজারের খাদেম আলামীন শাহ্ প্রতি বৃহস্পতিবার রাতে নারী, জুয়া, মদ গাজা ও গান-বাজনা মজমায় বসেন। এসব অনৈতিক কাজে তার ভাই নুরুল ইসলাম বাঁধা দিয়ে আসছিল। তাই আজ বিকেলে ওই মাজারের খাদেম আলামীন শাহ্ চর চারতলা তার গ্রামের অর্ধশতাধিক লোকজনকে নিয়ে নুরুল ইসলামের ওপর হামলা করেন। এসময় হামলাকারীরা তার ভাই নুরুল ইসলামের বুকে বল্লম দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় নুরুল ইসলাম।
পরে তাকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মুছা জানান, বল্লমের আঘাতে ফুসফুস ও হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত অথবা ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে৷ নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মাজারে অর্জিত টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে খাদেম আলামীন শাহ্’র সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত হন নূরুল ইসলাম। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া