X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্রামবাসীর প্রচেষ্টায় যেভাবে রক্ষা পেলো সেই কলেজছাত্রী

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২৭ ডিসেম্বর ২০২০, ২২:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২৩:০২

সুনামগঞ্জ




শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে সিলেট থেকে দিরাইগামী বাসে ড্রাইভার, হেলপার ও কন্ডাক্টর মিলে বাসের যাত্রী দিরাই পৌরসভার মজলিশপুর আবাসিক এলাকার এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। চলন্ত বাস থেকে লাফ দিয়ে মেয়েটি নিজের ইজ্জত রক্ষা করলেও মারাত্মক আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পাশাপাশি বাসটি আটক করে দিরাই পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সুজানগর গ্রামের কয়েকজন।

শনিবার বিকালে পৌরসভা নির্বাচনের পোস্টার লাগানোর কাজ দেখভাল করছিলেন দিরাই পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সুজানগর গ্রামের প্রবীণ হারুন মিয়া, বশির মিয়া, মলাই মিয়াসহ কয়েকজন কিশোর। দিরাই-মদনপুর সড়কের পাশে পোস্টার লাগানোর সময় হঠাৎ দেখতে পান একটি মেয়ে গাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে আছে। তারা শুরুতে ভেবেছিলেন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। সামনে গিয়ে দেখতে পান মেয়েটি মাথা ও পায়ে আঘাত পেয়ে সড়কের পাশে আছেন। সঙ্গে সঙ্গে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তারা। এ সময় বাসটি আটক করে দিরাই থানায় ঘটনাটি জানায় তারা। এরপর বিচার চেয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলও করে গ্রামের যুবকেরা।

বশির মিয়া বলেন, আমরা পোস্টার লাগানোর কাজে ব্যস্ত ছিলাম। এ ঘটনার পর কলেজছাত্রীকে সহযোগিতার জন্য গ্রামের অনেকেই এগিয়ে আসেন।

হারুন মিয়ার ছেলে কিশোর হাবিবুর রহমান জানায়, সে তার বাবার সঙ্গে রশিতে পোস্টার লাগাচ্ছিল। এ সময় সবাই ওই কলেজছাত্রীর সহযোগিতায় এগিয়ে আসে। সে ও তার ভাই মওদুদ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। 

মস্তান মিয়া বলেন, গুরুতর আহত কলেজছাত্রীকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সুজানগর গ্রামের কৃষক হারুন মিয়াসহ কয়েকজন। তাদের তৎপরতার আটক হয় বাসটি। 

ছাত্রীর স্বজনরা জানায়, সাদা রঙের বাস থেকে একজনকে পড়ে যেতে দেখে দ্রুত এগিয়ে যান এলাকাবাসী। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। একইসঙ্গে ধাওয়া দিয়ে বাসটি আটক করে থানায় খবর দেন। ইতোমধ্যে পালিয়ে যায় জড়িতরা। পরে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদী যুবকরা মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন।

ওই কলেজছাত্রী জানান, সিলেটের লামাকাজী থেকে লোকাল বাসে উঠেছিলেন দিরাই শহরে আসার জন্য। বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর তার সঙ্গে খারাপ আচরণ করায় একপর্যায়ে বাসের জানালা দিয়ে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন।  

উল্লেখ্য, ওই কলেজছাত্রী এখন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। এখন তার অবস্থা উন্নতির পথে। তবে মানসিকভাবে ভেঙে পড়েছে। এ ঘটনায় শনিবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে চালক, হেলপার ও কন্ডাক্টরকে আসামি করে দিরাই থানায় মামলা করেছেন।

পুলিশ সুপার মো মিজানুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা