X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শীত উপেক্ষা করে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ১২:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৪:০১

ভোট দিতে এসেছেন এক বৃদ্ধা কনকনে শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় এই প্রথমবারের মতো ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ) এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটা ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে করা প্রতিবেদন।

পটুয়াখালী

সকাল থেকেই প্রতিটা ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এখন পর্যন্ত কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ৯টি ভোটকেন্দ্র ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাবের তিনটি টিম ও ২টি বিজিবির টিমসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ভোটারদের দীর্ঘ লাইন

দ্বিতীয়বারের মতো কুয়াকাটা পৌরসভায় অনুষ্ঠিত এ  নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরগুনা

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে অপেক্ষাকৃত নারী ভোটারদের উপস্থিতি বেশি। প্রমমবারের মতো এই পৌরসভায় ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা।

ভোটারদের দীর্ঘ লাইন

বেতাগী গালর্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পুরুষ ভোটার দেখা না গেলেও নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে। তারা প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করে উচ্ছ্বসিত। একই অবস্থা দেখা গেছে বেতাগী সরকারি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে।

ভোটার রিনা বেগম বলেন, প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছি। প্রথমে ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু তেমন একটা কঠিন মনে হয়নি। বরং সহজভাবেই ভোট দিতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে আগের থেকে অনেক সহজ পদ্ধতি এটি।

ভোটারদের দীর্ঘ লাইন

নবীন ভোটার সৃজনী হাওলাদার বলেন, প্রথমবারের মতো ভোট দিয়েছি। প্রথমবারেই আমি ইভিএম এ ভোট দিয়েছি। ডিজিটাল যুগে ডিজিটাল ভোটিং সত্যিই খুব সহজ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বেতাগী পৌরসভায় ৯টি কেন্দ্র রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতি কেন্দ্রে একজন করে মোট ৯ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছেন। মোতায়েন থাকবে এক প্লাটুন বিজিবি। তাছাড়া প্রতি কেন্দ্রে ৭-১০ জন পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা

বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং নারী কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ১০টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। বড়লেখা পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ১০টি কেন্দ্রে ৪৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন।

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন ।

নেত্রকোনা

নেত্রকোনায় মদন পৌরসভায় এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রে ৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৪ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণ করছেন। এছাড়া পুলিশ, র‌্যাব, আনসার সদস্যের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। 

নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ২৬ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ঠাকুরগাঁও

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তীব্র শীত কুয়াশার মধ্যে ভোটাররা কেন্দ্রে আসছেন। ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ২১ হাজার ১৭৯ ভোটার। ৬ মেয়র প্রার্থী ছাড়াও এ পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২জন কাউন্সিলর ও ১২ জন নারী কাউন্সিলর প্রার্থী।

শীত উপেক্ষা করে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা প্রথম ধাপের ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে একটি কেন্দ্রে উপস্থিত রয়েছেন। অনেক কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। 

ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন।

  ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

রংপুর

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্রে আসছেন। লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং ভোট প্রদান করছেন।  এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। 
বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে, প্রটিটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারাও শীত উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার।

সালমা বেগম জানান, এবারেই প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন তিনি। বিষয়টি খুবই সহজ। তবে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বোতামে টিপ দিয়েছেন ভোটটি সেই মার্কায় গেছে কিনা কা নিয়ে শঙ্কায় আছেন। একই কথা জানালেন গোডাউন পাড়া থেকে আসা মুক্তা বেগম।

ভোটকেন্দ্র

তবে মনিরা বেগম জানালেন আগের দিন ইভিএমে মক ভোট দিয়েছেন। ফলে তার কোনও আশঙ্কা নেই। 
নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৩  জন প্রার্থী লড়ছেন।  বদরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭৮২ জন ভোটার।

  ভোটকেন্দ্র

মানিকগঞ্জ

ইভিএম পদ্ধতিতে মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শীতের মধ্যেও ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে ৯টার দিকে খানবাহাদুর ভোটকেন্দ্রে দুই কমিশনার প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

পৌরসভায় মোট ভোটার ৫৫ হাজার ২০২। সকাল ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পিটিআই ভোটকেন্দ্রে দেখা গেছে, ভোটারদের লম্বা লাইন। ভোটকেন্দ্রেটিতে  মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৯৩১ ভোটারের মধ্যে আটটি বুথে ১৫০টি ভোট পড়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসএম সাইদুজ্জামান জানালেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটকেন্দ্র

রাউয়ান বিন রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের সরব উপস্থিতি। এই কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অরূপ কুমার মন্ডল জানালেন, ১০টা নাগাদ কেন্দ্রেটিতে ২২০টি ভোট পড়েছে।

পঞ্চগড়

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৯৭টি কক্ষে এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। শীতকে উপেক্ষা করে ভোট শুরুর আগেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। কেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। 

 

পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে লাঠি চার্জ করছে পুলিশ ও বিজিবি। এ সময় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি, র‌্যাব তাদের নিয়ন্ত্রণ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে লাঠিসোটা ও হেলমেট পরিহিত একটি গ্রুপ ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে গিয়েও হইহুল্লোড় করে। এসময় পুলিশ তাদের তাড়া করে সরিয়ে দেয়। তবে কেন্দ্রের ভেতরে কোনও গোলযোগ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থীর দাবি আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন।

ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দুই প্লাটুন বিজিবিও মাঠে রয়েছেন। নির্বাচনে পুলিশের ৩টি, র‌্যাবের ৩টি মোবাইল টিম কাজ করছেন। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব দায়িত্ব পালন করছেন।  ১৫ টি কেন্দ্রের ৯৭ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ৩৫ হাজার ১১ জন। 

 

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৬৭ হাজার ৮০৮ জন ভোটার পৌর নির্বাচনে পছন্দের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন।   
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর ৩টি পদে মোট ১৩ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর ৯টি পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!