X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো ইনোভেশন হ্যাকাথনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ২২:১০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:১৩

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো ইনোভেশন হ্যাকাথনের

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো গত ২৪ ডিসেম্বর অনলাইনে শুরু হওয়া ৪৮ ঘণ্টাব্যাপী ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন-২০২০’ আয়োজনের।

২৭ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন আইসিটি অধিদফতরের আইসিটি শাখার মহাপরিচালক এবিএম আরশাদ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন- ২০২০ -এর যুগ্ম আহ্বায়ক সৈয়দ সোহায়েল রেজা বক্তব্য রাখেন। তিনি সিটিও ফোরাম বাংলাদেশের ক্লাউড ইনোভেশন সেন্টার ও ইনোভেশন হ্যাকাথনের বিস্তারিত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে হোসনে আরা বেগম সিটিও ফোরাম বাংলাদেশের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।  ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এদেশের শতকরা ৩৫ ভাগ জনগোষ্ঠী বর্তমানে তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছে। এর সুফল পেতে হলে তরুণদের সুযোগ তৈরি করে দিতে হবে।’ 

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন-২০২০ -এ সেরা উদ্ভাবক দল হয়েছে টিম আলফা। ওয়েবভিত্তিক প্যারামেডিক সার্ভিস-বিষয়ক অ্যাপ তৈরি করে এই জয় পেয়েছে সৈয়দা ফাহিমা জান্নাতের ছয় সদস্যের দল। প্রথম রানার্স আপ হয়েছে ডিজি ট্রি।  এ দলের নেতৃত্ব দিয়েছেন তারেক মাহমুদ।  তারা তৈরি করেছেন আইনি সহায়তার ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট। টেলিমেডিসিন সেবা খাতে ‘স্মার্ট ডাক্তার’ প্রকল্পে মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন টিম ডার্ক লাইট দ্বিতীয় রানার্স আপ হয়েছে।  এছাড়া স্থানীয় আবহাওয়ার খবর দেওয়ার চ্যাটবট তৈরি করে স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছে ফারজানা রহমানের নেতৃত্বাধীন ব্লুবার্ড।  স্পেশাল অ্যাওয়ার্ড ও প্রথম এবং দ্বিতীয় রানার আপ দলের প্রত্যেকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্টের পাশাপাশি অ্যামাজন ওয়েব সার্ভিসেস- এর সৌজন্যে পেয়েছে দুইশ’ করে ইউএস ডলারের গিফট ভাউচার এবং চ্যাম্পিয়ন দল সার্টিফিকেট ও ক্রেস্টের  পাশাপাশি পেয়েছে পাঁচশ’ ইউএস ডলারের গিফট ভাউচার ও অ্যামাজন অ্যালেক্সা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার জানান, দেশের প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি ক্লাউড ইনোভেশন সেন্টার স্থাপন করে।’

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!