X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিতরণের নতুন বই রাখতে হয় বাইরের স্কুল ও পরিত্যক্ত গোয়াল ঘরে

নওগাঁ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৩৮

 

 

নতুন বই এনে রাখা হয়েছে উপজেলা পরিষদের বাইরের একটি স্কুলের কক্ষে। এতে ভীষণ উদ্বিগ্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা। কারণ, বইয়ের পুরো দায়ভার তার।

নতুন বছরের প্রথম দিনে বই উৎসব সফল করার জন্য প্রতিবছর ডিসেম্বরের মাঝামাঝি দেশের সব উপজেলায়  নতুন বই সরবরাহ করে আসছে সরকার। বই এসেছে নওগাঁর সব উপজেলাতেও। তবে জেলার রাণীনগর উপজেলাতে নতুন বই সংরক্ষণের কোনও সুনির্দিষ্ট স্থান না থাকায় মাধ্যমিকের বইগুলো রাখতে হচ্ছে উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত গোয়াল ঘরে আর প্রাথমিকের বইগুলো উপজেলা পরিষদের বাইরে একটি স্কুলের কক্ষে। এভাবে বই রাখা চরম ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ বলে মনে করছেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। বই বিতরণেও সমস্যা হওয়ায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যালয় প্রধানদের।

সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলেও বই সংরক্ষণ করে রাখার জন্য কোনও সুরক্ষিত নির্দিষ্ট জায়গা নেই নওগাঁ সদর উপজেলায়। প্রতিবছর যখন নতুন বইগুলো উপজেলায় চলে আসে তখন এই বইগুলো সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রাখা নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। অথচ উপজেলা প্রশাসন ইচ্ছে করলেই এমন অধিক গুরুত্বপূর্ণ বিষয়টি সমাধান করতে পারেন।

পরিষদের ভেতরে একটি নির্দিষ্ট ও সুরক্ষিত জায়গায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই সংরক্ষণ করে রাখার দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছর রানীনগর উপজেলার একশ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪২টি কিন্ডারগার্টেন স্কুলের জন্য প্রায় ৯১ হাজার ১৭০টি নতুন বই পাওয়া গেছে। এই বইগুলো ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মজুত করে রাখা হয়েছে। এভাবে উপজেলা পরিষদের বাইরে বই সংরক্ষণ করে রাখা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কর্মকর্তারা।

আর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও ৪টি এবতেদায়ি মাদ্রাসার (স্বতন্ত্র) জন্য প্রায় ৩ লাখ নতুন বই এসেছে। মাধ্যমিক পর্যায়ের বইগুলো উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত গোয়াল ঘরে মজুত করে রাখা হয়েছে।

রানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার সামছুজ্জামান বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা মূলত উপজেলা পরিষদে এসে বই নিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু পরিষদের ভেতরে সুরক্ষিত কোনও জায়গা না থাকায় বাধ্য হয়েই একটি বিদ্যালয়ের কক্ষে বই মজুত করে রাখতে হয়েছে। এতে করে বই নিয়ে ঝুঁকি অনেকটাই থেকে যায়। যদি কোনও দুর্ঘটনা ঘটে তখন সেটার দায়ভার আমার ওপরেই বর্তাবে। তাই পরিষদের ভেতরে বইয়ের মতো এমন গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণের লক্ষ্যে দ্রুত একটি ভবন নির্মাণ করে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এছাড়াও আমার অফিসের অন্যান্য কর্মকর্তার বসার জায়গা নেই। সব মিলিয়ে এখানে প্রাথমিক শিক্ষা অফিসের জরাজীর্ণ অবস্থা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, উপজেলা পরিষদের মধ্যে সবকিছুরই জায়গা হয় কিন্তু বইয়ের মতো গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণ করার মতো নিরাপদ কোনও জয়গা নেই। আমরা বাধ্য হয়েই উপজেলা পরিষদের এক কর্নারে পরিত্যক্ত গোয়াল ঘরে বই মজুত করে রেখেছি। যদিও বা বইগুলো বেশিদিন মজুত করে রাখতে হবে না তবুও ঝুঁকি থেকেই যায়। নতুন বই না থাকলেও অনেক পুরাতন বই ও অন্যান্য উপকরণ সংরক্ষণ করার জন্যও একটি নিরাপদ ও সুরক্ষিত জায়গা (স্টোররুম) প্রয়োজন। কারণ প্রতিবছর একটি নির্দিষ্ট জায়গা লাগবেই নতুন বই সংরক্ষণ করার জন্য। তাই এমন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রস্তাবনা পাঠাবো। আশা রাখি কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া