X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নতুন বছরের উপহার ‘মনস্টার হান্টার’

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ০০:২৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৩:৫১


নতুন বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য নিয়ে আসছে হলিউডের আলোচিত ছবি ‘মনস্টার হান্টার’।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, ১ জানুয়ারি থেকে ছবিটি একযোগে চলবে রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার ও এসকেএস টাওয়ার এর মাল্টিপ্লেক্সগুলোতে।
‘রেসিডেন্ট এভিল’ ও ‘মর্টাল কমব্যাক্ট’-খ্যাত পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন এই ছবিটি পরিচালনা করেছেন। হলিউডের পাশাপাশি চীন ও জার্মানির লগ্নি রয়েছে এ ছবিতে।
জনপ্রিয় গেইম ক্যাপকম অবলম্বনে নির্মিত হয়েছে ছবির কাহিনি। যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্সের ওয়ার্ম হোল ভ্রমণ ও মনস্টারের মুখোমুখি হওয়ার কাহিনি নিয়ে ক্যাপকমের এই ভিডিও গেম। মজার ব্যাপার হল ‘রেসিডেন্ট এভিল’ ছবির কাহিনিও তৈরি করা হয়েছিল কম্পিউটার গেইম থেকে। ছবিটি এরইমধ্যে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। তবে যুক্তরাজ্যে মুক্তি পাবে ২৯ জানুয়ারি।
মুক্তির আগে থেকে আলোচিত এ ছবি মুক্তির পরও দর্শকদের আলোচনায় রয়েছে। মহামারি কোভিড-১৯ এর মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি দর্শক হলে গিয়ে ছবিটি দেখছে। ইতিবাচক মন্তব্য করেছেন বোদ্ধা সমালোচকরাও। অনেকে এ ছবিকে একইসঙ্গে ‘ম্যাডম্যাক্স: ফিউরি রোড’, ‘রেসিডেন্ট এভিল’ ও ‘গডজিলা’ ছবির সংমিশ্রণ হিসেবে আখ্যায়িত করেছেন।
ছবির অন্যতম আকর্ষণ জনপ্রিয় অভিনেত্রী মিলা জেভোভিচ। ‘রেসিডেন্ট এভিল’-খ্যাত এই অভিনেত্রী রয়েছেন ছবির প্রধান চরিত্রে। বেশ কয়েক বছর ‘জম্বি’ নিধনে ব্যস্ত ছিলেন তিনি। আর এবার ধ্বংস করবেন বিশালকায় দৈত্য ও প্রাণীদের। তবে সেসব দৈত্যরা দুনিয়ার নয়। তাদের বসবাস অল্টারনেট ইউনিভার্স বা অন্য মহাবিশ্বে। যেখানে মিলা ঘটনাচক্রে স্থানান্তরিত হন।
‘মনস্টার হান্টার’ ছবিতে মিলাকে দেখা যাবে ক্যাপ্টেন আর্টেমিস চরিত্রে। তার বাহিনী এক মিশনে গিয়ে অদ্ভুত এক ঝড়ের কবলে পড়ে, পাড়ি জমায় অন্য এক বিশ্বে। সেখানে তাদের মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর বিশালকায় প্রাণীদের সঙ্গে। আর সেগুলোকে মারার উপায় যেমন জানা নেই তেমনি নিজেদের জগতে তারা কীভাবে ফিরবে সেই পথও তারা জানে না।
মিলা জোভোভিচ ছাড়াও ছবিতে রয়েছেন টনি জা, টিপ হ্যারিস, ম্যাগান গুড, দিয়েগো বোনেতা, জোশ হেলম্যান, রন পার্লম্যান প্রমুখ।
এদিকে, বিতর্কিত কৌতুকের কারণে চীনের সিনেমা হল থেকে সরানো হয়েছে ‘মনস্টার হান্টার’। স্থানীয় দর্শকদের অভিযোগ এ সিনেমায় তাদের ব্যঙ্গ করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। মুক্তির প্রথম দিনেই চীন থেকে সিনেমাটি প্রায় ৫২ লাখ ডলার আয় করে। যা করোনার বাজারে বেশ ভালো অঙ্ক। ডেডলাইন তাদের এক প্রতিবেদনে জানায়, বিতর্কের সূত্র ধরে কৌতুকের অংশটি সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত জার্মান প্রতিষ্ঠান কনস্ট্যান্টিন ফিল্ম ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে এক বিবৃতিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...