X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
সালতামামি ২০২০: বাংলাদেশের ক্রীড়াঙ্গন

নেপালের বিপক্ষে সিরিজ জয়,সালাউদ্দিনের চারে চার

তানজীম আহমেদ
৩১ ডিসেম্বর ২০২০, ০৭:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:২৭

নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়োল্লাস                             -বাফুফে কে ভেবেছিল ক্ষুদ্রাতিক্ষুদ্র এক ভাইরাস এসে লণ্ডভণ্ড করে দেবে পৃথিবীটাকে, মানুষের অনেক স্বপ্ন রূপ নেবে দুঃস্বপ্নে! যে ভাইরাসের নাম করোনাভাইরাস। হ্যাঁ, এটাই ধ্রুব সত্য। অদৃশ্য ভাইরাসের ছোবলে জীবনধারাই বদলে গেছে। এখনও এর সঙ্গে চলছে নিরন্তর ‘যুদ্ধ’।

মানুষের জীবনধারায় যেমন মারাত্মক প্রভাব পড়েছে, তেমনি ক্রীড়াঙ্গনেও করোনার আঘাতের মাত্রা ব্যাপক। অনেক কিছুই ঠিকমতো হতে পারেনি। আবার কিছু হয়েছে প্রতিকূলতা পেরিয়ে, সীমাবদ্ধতা মেনে। এর মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে বড় হার যেমন আছে, তেমনি নেপালের বিপক্ষে সিরিজও জিতেছে বাংলাদেশ। এছাড়া করোনা সঙ্কটের মধ্যেই দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী সালাউদ্দিনের চতুর্থবারের মতো দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার ম্যান্ডেট পাওয়ার বিষয়টি তো রয়েছেই।

নেপালকে হারিয়ে কাতারের কাছে হার:

করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ আট মাস ফুটবলারদের কাটাতে হয়েছে অলস সময়। এরপর করোনাকে মেনেই নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হয়েছে। প্রথম ম্যচে বাংলাদেশ ২-০ গোলে জিতে ও দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে সিরিজ জিতেছে। আর হঠাৎ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে খেলে তাদের মাঠে ৫-০ গোলে হার মেনে দেশে ফিরেছে।

এর আগে বছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এরই সঙ্গে বছরের মাঝামাঝি সময়ে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

করোনায় ঘরোয়া ফুটবল স্থগিত ও শুরু:

মার্চ মাসে করোনার কারণে পেশাদার ফুটবল লিগ স্থগিত হওয়ার আগে ঘরোয়া ফুটবল শুরু হয় ফেডারেশন কাপ দিয়ে। তাতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের ৩৬টি ম্যাচের পর করোনা তা আর হতে দেয়নি । ১৫ মার্চ আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচের পর লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ১৭ মে লিগসহ মৌসুম বাতিল করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বসুন্ধরার আক্ষেপ যেন একটু বেশি। এএফসি কাপে মালদ্বীপের মাজিয়াকে ৫-১ গোলে হারিয়ে শুরুটা করেছিল দারুণ। কিন্তু এরপর সেই প্রতিযোগিতা বাতিলই হয়ে যায়। মেয়েদের লিগও স্থগিত হয়েছে। অনেক কিছুর পর অবশেষে নভেম্বরে মেয়েদের লিগের বাকি খেলাগুলো হয়েছে। তাতে বসুন্ধরা হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন।

নভেম্বরে ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হতেই যেন খেলোয়াড়ের হাঁফ ছেড়ে বেঁচেছে!

সালাউদ্দিনের টানা চতুর্থ: বাফুফে নির্বাচনে আবারও সপারিষদ বিজয়ী কাজী সালাউদ্দিন

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন যেন দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। ২০০৮, ২০১২, ২০১৬-র পর ২০২০ সালের নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন। ৩ অক্টোবর নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই সাবেক ফুটবলার বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক। অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাদল। তবে প্রত্যাহারের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় তার নাম থেকে যায় ব্যালটে। সালাউদ্দিন সংখ্যাগরিষ্ঠতা (৯৪টি ভোট) পেলেও বাদলের নামের পাশে পড়ে ৪০ ভোট। মানিক পান মাত্র ১ ভোট।

ভারতের ফুটবলে বাংলাদেশের অধিনায়ক:

কলকাতার ফুটবল লিগে বাংলাদেশের মোনেম মুন্না-রিজভী করিম রুমি-আসলামরা সুনামের সঙ্গে খেলেছেন। তাদের পথ অনুসরণ করে ৬ বছর আগে ইন্ডিয়ান সুপার লিগে মামুনুল ইসলাম সুযোগ পেয়েও অবশ্য খেলতে পারেননি। এবার বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আই-লিগে কলকাতা মোহামেডানে খেলার সুযোগ পেয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার খেলা অনিশ্চয়তায় ঢাকা পড়ে যায় ছিল। শেষ পর্যন্ত জামাল সেখানে গেছেন। এখন আছেন মাঠে নামার অপেক্ষায়।

হতে পারেনি বাংলাদেশ গেমস:

দেশব্যাপী বড় ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল গত এপ্রিলে। সাত বছর পর ১৯ ভেন্যুতে ৩১টি খেলার এই ক্রীড়াযজ্ঞে অংশ নেওয়ার কথা ছিল প্রায় ১১ হাজার ক্রীড়াবিদের। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শুধু এই গেমসই নয়,  করোনায় স্থগিত হয়ে গেছে অনেক প্রতিযোগিতাই। এছাড়া মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টান সাইক্লিং, জুনে অনূর্ধ্ব-২১ হকি, নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিও টার্ফে গড়াতে পারেনি।

 অনলাইনে খেলার চর্চা:

গত কয়েক মাসে একটু একটু করে বিভিন্ন ফেডারেশন কিছু প্রতিযোগিতা আয়োজন করেছে। করোনার কারণে মাঠের চেয়ে বেড়েছে অনলাইনে খেলার চর্চা। দাবা, শুটিং, তায়কোয়ান্দোসহ আরও দু’একটি খেলায় অংশ নিয়েছেন ক্রীড়াবিদেরা। শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকী, শাকিল আহমেদ সাফল্যের মুখ দেখেছেন। দাবায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সাফল্য পেয়ে জিতেছেন অর্থ পুরস্কারও। জিমন্যাস্টিকসে বিকেএসপির আবু সাঈদ রাফি সরাসরি রাশিয়াতে খেলে ব্রোঞ্জ জিতেছেন।

হারিয়েছি যাদের:

মৃত্যুর আগে বাফুফের নির্বাচন নিয়ে কথা বলেন বাদল রায় (মাঝে)

তিনি অসুস্থ অবস্থায় বাফুফেতে নির্বাচনি কর্মকাণ্ড চালিয়েছেন। শেষদিকে অলিখিতভাবে নির্বাচনি ময়দানেও ছিলেন। এর কিছুদিন পরই করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বাদল রায়। করোনা থেকে মুক্তি পাওয়ার পর ধরা পড়ে লিভার ক্যানসার। ২২ নভেম্বর হাসপাতাল থেকেই দেশের এই কৃতি ফুটবলার ও সংগঠক পাড়ি জমান অন্যলোকে। বাদল রায় মোহামেডানে খেলেছেন পুরো ক্যারিয়ার জুড়ে।  জাতীয় ক্রীড়াপুরস্কার প্রাপ্ত ফুটবলার জাতীয় দলেও খেলেছেন সমান দাপটে। বাফুফের তিনবারের নির্বাচিত সহ-সভাপতি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন।  সাবেক তারকা ফুটবলার গোলাম রব্বানী হেলাল মারা গেছেন মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে। এর আগেই অবশ্য ৬৩ বছর বয়সী ফুটবলারের দুটি কিডনি বিকল হয়ে যায়। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সে মারা গেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এসএম সালাউদ্দিন। করোনা পরীক্ষার ফল আসার আগেই অবশ্য মৃত্যুর কোলে ঢলে পড়েন নুরুল হক মানিক। হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেন জাতীয় দলের সাবেক কৃতি মিডফিল্ডার। মৃত্যুর পর জানা যায় করোনা পজিটিভ ছিলেন। টানা বেশ কিছুদিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ফিরতে পারেননি স্বাধীন বাংলা ফুটবল দলের স্ট্রাইকার নওশেরুজ্জামান। ৭২ বছর বয়সী নওশেরুজ্জামান জাতীয় পর্যায়ে ক্রিকেটও খেলেছেন। সাবেক হকি তারকা এহতেশাম সুলতান, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য লুৎফর রহমান, সংগঠক আব্দুল মোনেম খান, রেফারি আব্দুল আজিজ, সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা, এএসএম ফারুক, অ্যাথলেট কাজী জাহেদা আলী, ক্রিকেট সংগঠক সেলিম আবেদীন, কারাতে কোচ হুমায়ুন কবীর জুয়েল, ভলিবল কোচ গোলাম রসুল মেহেদী ও সংগঠক মবিনুল ইসলাম লোকান্তরিত হয়েছেন করোনাকালেই। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও