X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ০৫:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৫:৪৬

 

 

পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’-এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আশ্রয়ণ-২-প্রকল্পের আওতায় গৃহহীন ৩২টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রুস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক এম.এ.এইচ. মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান শেখ মো. ওমর, আজাদ হোসেন হাজারী আঙ্গুর, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আশ্রয়ণ-২-প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে ৫টি, সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে ৮টি, বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে ৯টি ও মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে নির্মিত হবে ১০টি ঘর।

উল্লেখ্য, ২ শতাংশ সরকারি খাস জমির ওপর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা ৩২টি ঘর নির্মাণ কাজ আগামী ১০ জানুয়াারির মধ্যে শেষ হবে।

এছাড়া বেসরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য আরও ৩২টি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!