X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছিনতাই ও অজ্ঞান পার্টির ৭ সদস্য আটক

গাজীপুর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:৪২

র‌্যাবের হাতে আটক অজ্ঞান পার্টির ৪ সদস্য গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্যসহ তিন ছিনতাইকারীকে আটক করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু, মলমসহ নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির চার সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো– গাজীপুরের মহানগরের আউটপাড়া (জহরাপাড়া) এলাকার মৃত আমির হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (২২), দিনাজপুরের বিরল উপজেলার বটেরহাট গ্রামের রফিক আহম্মেদের ছেলে শাহরিয়ার আহম্মেদ শাওন (২৩), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বলবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২০), এবং শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের সৈয়দ জামাল হোসেনের ছেলে উজ্জ্বল মিয়া (১৯)। এ সময় তাদের কাছ থেকে চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত মলম, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

একই রাত সাড়ে ১০টায় ভোগড়া বাইপাস মোড়ে কোনাবাড়ী সড়কের মনির স্টোরের সামনে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেন র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলো– রংপুরের পীরগঞ্জ উপজেলার কাজীরপাড়া গ্রামের রনজু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮), ব্রাক্ষ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার থুল্লাকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে শাকিল আহমেদ (২১) এবং নরসিংদীর রায়পুর উপজেলার শ্রীনগর গ্রামের কাজল মিয়ার ছেলে ইকবাল হোসেন (১৯)। তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকু ও নগদ টাকাসহ মোবাইল ফোন উদ্ধার কর্ হয়।

এই কর্মকর্তা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা