X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কে’ এবার ফজলুল হক-প্রীতিলতা-সূর্যসেনের ভাস্কর্য

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৯:০৩

শেরেবাংলা একে ফজলুল হকের ভাস্কর্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের প্রত্যন্ত কুঁড়েরপাড় গ্রামে প্রতিষ্ঠিত মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কে এবার স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টার দা’ সূর্যসেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেরেবাংলা এ কে ফজলুল হকের ভাস্কর্য। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ এসব ভাস্কর্য উন্মোচন করেন।

এ সময় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব তোরণ, মুজিবনগরের আদলে তৈরি এলাকা, অপরাজেয় বাংলাসহ মনীষীদের ভাস্কর্য উন্মোচন করা হয়। এর আগেই সেখানে একাত্তরের রণাঙ্গন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার ভাস্কর্য স্থাপন করা হয়।

মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক ভাস্কর্য উদ্বোধনের সময় নূর মোহাম্মদ বলেন, ‘যারা ভাস্কর্যের বিরোধিতা করে, তারা শিল্প চেনে না, নান্দনিকতা বোঝে না। অতি উৎসাহী একটি চক্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাস্কর্যের বিরোধিতা করছে। ভাস্কর্য যুগে যুগে সব দেশে ছিল, থাকবেও। এই পার্কটি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। যা বহু ভাস্কর্য দিয়ে সাজানো। এগুলো বাঙালির লড়াই সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আছে। এসবের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।’

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নূরুজ্জামান ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নূরুজ্জামান ইকবাল জানান, এক যুগ ধরে তিল তিল করে সাজানো পার্কটির অসমাপ্ত কাজগুলো শেষে তা হস্থান্তর করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কে স্থাপিত ভাস্কর্য জানা গেছে, অনেক বাধাবিপত্তি ও বেশ কয়েকবার হামালার শিকার হয়েছে মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কটি। কিন্তু এতে ভীত না হয়ে একক প্রচেষ্টায় জীবনের কষ্টার্জিত উপার্জনে ২০ একর জমির ওপর অ্যাডভোকেট নূরুজ্জামান ইকবাল গড়ে তুলেছেন পার্কটি। ২০০৮ সালে এ গ্রামে গিয়েছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন এবং মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক। তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন স্বাধীনতা পার্কের কাজ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের