X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বছরজুড়ে আলোচনায় ছিল ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৯:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২০:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় মানুষের ঢল

করোনা পরিস্থিতিসহ নানা ঘটনার মধ্য দিয়েই ২০২০ সাল পার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এর মধ্যে কয়েকটি আলোচিত ঘটনা সারা দেশে মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এসব ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বিব্রত হতে হয়।

২০২০ সালে আলোচিত ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ছিল তিন জন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় নেতার জানাজায় মানুষের বিপুল উপস্থিতি। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিটি জানাজায় লাখো মানুষের এমন উপস্থিতি গণমাধ্যমে উঠে এলে জেলাসহ সারাদেশে উদ্বেগ তৈরি হয়। যদিও পরবর্তীতে  এ কারণে জেলায় বা পাশের জেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়ার প্রমাণ অবশ্য মেলেনি। তবে ভীষণ উদ্বেগ সৃষ্টি করে নবীনগরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের যুবক মোবারক মিয়ার পা কেটে  জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিল। করোনা পরিস্থিতিতেই স্বাস্থ্য বিধি অমান্যকরে সরাইলে কমপক্ষে ১৫টি সংঘর্ষের ঘটনা ছিল সবচেয়ে নেতিবাচক সমালোচনা। এছাড়াও  করোনাপরিস্থিতির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম তার সরকারি কোয়ার্টারে বিশাল আয়োজন করে মেয়ের বিয়ে দিয়ে সমালোচিত ও ওএসডি হন। 

মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় মানুষের ঢল।

মাওয়লানা জুবায়ের আনসারীর মৃত্যু ও জানাজায় লাখো মানুষের ঢল: গত ১৭ এপ্রিল বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনসারী তার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মার্কাসপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন। পরদিন ১৮ এপ্রিল সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইল উপজেলার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় অংশ নেন লাখো মানুষ। তবে দেশে সেসময়ে চলছিল করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন কর্মসূচি। কিন্তু, লকডাউন উপেক্ষা করে এই জানাজায় লাখো মানুষের অংশগ্রহন জন্ম দেয় তুমুল সমালোচনার। জানাজা ধর্মীয় ইস্যু হওয়ায় এবং সাধারণ মানুষ এই ধর্মীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার জানাজায় আসায় সরকার চেষ্টা সত্ত্বেও শক্তি প্রয়োগ করতে পারেনি। জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষ কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে যান। তবে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ছাড়া পাশাপাশি দাঁড়ানোয় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তুমুল আশঙ্কা তৈরি হয়। এ ঘটনায় সরাইল থানার তৎকালীন সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় পুলিশের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।

মাওলানা মনিরুজ্জামান সিরাজীর মৃত্যু ও জানাজায় অর্ধ লক্ষ মানুষের ঢল: গত ৯ আগস্ট দুপুরে পৌর এলাকার ভাদুঘর গ্রামের নিজ বাড়িতে মারাযান হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর, ব্রাহ্মণবাড়িয়ার ‘বড় হুজুর খ্যাত’ আল্লামা মনিরুজ্জামান সিরাজী। ওই দিন বিকেলে বাড়ির সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজাতেও প্রায় অর্ধলক্ষাধিক মানুষ অংশ নেন। জানাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন কুমিল্লা- সিলেট মহাসড়কে দাঁড়িয়ে গেলে দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ওই জানাজাও ছিল ব্রাহ্মণবাড়িয়ার একটি আলোচিত ঘটনা। মাওলানা ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু ও জানাজায় লাখো মানুষের ঢল: ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরিফের পীর ও ওয়াজের বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপেলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। স্বল্পবয়সী এই ইসলামী চিন্তাবিদের মৃত্যতেও শোকাচ্ছন্ন হয় পুরো ব্রাহ্মণবাড়িয়া। করোনা পরিস্থিতির মধ্যে তার জানাজাতেও অংশ নেন লাখখানেক মানুষ। আড়াইবাড়ি দরবার শরিফের মাঠ ছাড়িয়ে এই জানাজাও চলে যায় মহাসড়কে। তবে স্বাস্থ্যবিধি না মানায় করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে এমন জনসমাগম নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

নবীনগরে প্রতিপক্ষের পা কেটে ‘জয়বাংলা’ শ্লোগান: করোনাকালে গত ১২ এপ্রিল লকডাউন চলাকালে সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সমর্থকদের সাথে থানাকান্দি গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা কাউছার মোল্লার সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে জিল্লুর রহমানের সমর্থক মোবারক হোসেনের-(৪৫) এর পা কেটে নিয়ে রক্তঝড়া সেই খণ্ডিত পা নিয়ে “জয় বাংলা” শ্লোগানে উল্লাস করে কাউছার মোল্লার সমর্থকেরা। এ ঘটনায় দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে ব্রাহ্মণবাড়িয়া। ১৩ এপ্রিল এ ঘটনায় মূলহোতাসহ ৪৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে দায়ের করা মামলাটি এখন চলমান রয়েছে।

করোনাকালে জানাজায় লাখো মানুষের ঢল ভীষণ সমালোচনার জন্ম দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের মেয়ের বিয়ে:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত এপ্রিলে দিয়েছিল লকডাউন। সেসময়ে দায়িত্বশীল ব্যক্তি হয়েও নিষেধাজ্ঞা অমান্য করে ১৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল চত্বরের সরকারি বাসভবনে ঘটা করে মেয়ের বিয়ে দিয়ে দেশব্যাপী সমালোচিত হন ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। অনুষ্ঠানে প্রায় ৩শ লোককে খাওয়ানো হয়েছিলো। এ ঘটনায় তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি করা হয়।

লকডাউন ভেঙে সরাইলে একাধিক সংঘর্ষ:

করোনাকালে লকডাউন ভেঙে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৫টি সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৩১ মার্চ উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর গ্রামে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়। পরে ৮ জুলাই সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার  গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

গত ২২ জুন সকালে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়।

২৯ এপ্রিল সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়।

গত ১২ এপ্রিল সরাইল উপজেলার আঁখিতারা গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০জন আহত হন। গত ৫ এপ্রিল সরাইল উপজেলার টিঘর, বড়ইছড়া, বিটঘর, নোয়াগাঁও, ধরন্তি ও সৈয়দটুলা গ্রামে ৭টি সংঘর্ষে শতাধিক লোক আহত হন। গত ১৬ মার্চ সরাইল উপজেলার বারজীবীপাড়া ও সূর্যকান্দি গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়। গত ১৩ মার্চ সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত ও একজন নিহত হন।

এছাড়া বছরের শুরুতে ২ জানুয়ারি সরাইল উপজেলা সদরে রকেট মেম্বার ও শাহআলম মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়।

আরও পড়ুন:

জানাজায় শরিকদের হোমকোয়ারেন্টিন করবে পুলিশ, সরাইলে ছয় গ্রাম লকডাউন

লকডাউন ভেঙে জানাজায় লাখো মানুষের ঢল!

ব্রাহ্মণবাড়িয়ার এএসপি, ওসিসহ তিন জন প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

আবারও ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি না মেনে জানাজায় হাজার হাজার লোক

মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষ

পা কেটে আনন্দ মিছিল, মূলহোতাসহ গ্রেফতার ৪৩

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান