X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতিতে থাকুক না থাকুক, ফানুসের বাজার উড়ছে

সাদ্দিফ অভি
৩১ ডিসেম্বর ২০২০, ২২:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১২:৪১

ফানুস উৎসব

উৎসবে নতুনত্বকে স্বাগত জানাতে বাঙালি কার্পণ্য করে না। তাতে যোগ হয়েছে ফানুস। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূজার অংশ হলেও এখন নতুন বছরকে স্বাগত জানাতেও ওড়ানো হয় ফানুস। উৎসবের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাই বেড়েছে ফানুসের চাহিদা। বিক্রেতারা বলছেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে গত ৭-৮ বছরে ফানুসের চাহিদা কয়েকগুণ বেড়েছে।

বাংলা নববর্ষ, ইংরেজি বর্ষবরণ, সাকরাইন উৎসব ছাড়াও বিভিন্ন দিবসে ওড়ানো হয় ফানুস। তবে বর্ষবরণ এবং সাকরাইনে ফানুসের চাহিদা থাকে তুঙ্গে। আজকাল বিয়েতেও বাদ যায় না এটি।

পুরান ঢাকার ফানুস বিক্রেতারা বলছেন এখন ২০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের ফানুসও পাওয়া যায়। আকার, ধরন আর মানের ওপর নির্ভর করে দাম। চাহিদা মেটাতে দেশি ফানুসের পাশপাশি চীন থেকেও আমদানি হয়। মোটামুটি চীনা ফানুসের দখলেই আছে এই বাজার।

শাখারিবাজারের ফানুস বিক্রেতা বিশ্বজিত জানান, আগে বছরের নির্দিষ্ট সময়ে ফানুস বিক্রি হতো। এখন সারাবছরই বিক্রি হয়। বিশেষ করে থার্টিফার্স্ট আর সাকরাইনে বেশি বিক্রি হয়। এই সময় বিক্রি করে কুলানো যায় না। আগে থেকে স্টক করে রাখতে হয়। দিনে প্রায় হাজারেরও বেশি বিক্রি হয় বছরের শেষ তিন দিনে।

চকবাজারের ফানুস বিক্রেতা ইসমাইল বলেন, সাকরাইনে যেমন ঘুড়ি বিক্রি হয়, তেমনি থার্টিফার্স্ট এলে ফানুস। আগে হাতেগোনা কয়েকজন বিক্রি করতো। এখন অনেকেই আনে।  

ফানুসের প্রচলন বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাত ধরে। বৌদ্ধ পরিভাষায় এর নাম ‘আকাশ প্রদীপ’। বাঁশের কঞ্চি দিয়ে কাঠামো তৈরি করে তার ওপর রঙিন কাগজ জুড়ে বিভিন্ন আকৃতির ফানুস তৈরি হয়।

বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা তাদের পূজার অংশ হিসেবে ফানুস ওড়ায়। রীতি অনুযায়ী আষাঢ়ের পূর্ণিমায় ফানুস ওড়ানোর কথা থাকলেও আবহাওয়ার কারণে অনেক সময় সে সুযোগ থাকে না। তাই দীর্ঘ তিন মাস বর্ষাব্রত পালন করার পর প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমায় ফানুস ওড়ানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাজরীন হুদা মনে করেন, চীনা সংস্কৃতিতে ফানুসের প্রচলন বেশি। চীন থেকে এই সংস্কৃতি ব্রিটিশ শাসনামলে এই উপমহাদেশে প্রবেশ করে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফানুস কখনই বাঙালি উৎসবে ছিল না। আগেকার দিনে রাজারা অনেক ধরনের আনন্দ-উৎসবের আয়োজন করতেন। এর মধ্যে ভোজ ও রঙের খেলা ছিল। আমাদের সংস্কৃতিতে ছিল ঘুড়ি। আর এখানে মূলত রং খেলা, মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন; এসবই ছিল বেশি। প্রাচীন বাংলা কিংবা মোগল আমলে ফানুসের ব্যবহার দেখিনি। চীনা সংস্কৃতি থেকেই হয়তো বাঙালি ফানুসকে নিয়েছে। চীনা সংস্কৃতিতে গ্রামে গ্রামে ল্যান্টার্ন তথা লণ্ঠন উৎসব হয়। আর এক সংস্কৃতি সবসময়ই অন্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। আমাদেরও প্রবণতা আছে অন্য সংস্কৃতি অনুকরণ করার।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া