X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে’

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৬:৩৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৮:৪৯

এরিখকে সঙ্গে নিয়ে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করছেন বিদিশা প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে। এ দলের অস্তিত্ব এখন হুমকির মুখে। এখন যে জাতীয় পার্টি দেখছেন সেটি এরশাদের জাতীয় পার্টি না।’ শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছেলে এরিখ এরশাদকে নিয়ে রংপুরে এরশাদের কবর জিয়ারত ও  ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় বিদিশা বলেন, ‘জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিখকে নিয়ে সারাদেশে যাবো। দলকে সুসংগঠিত করতে সারাদেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগ করে দলকে আরও শক্তিশালী করবো।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘যেকোনও দলের প্রতিষ্ঠাবার্ষিকী এলে সেই দলের নেতাকর্মীরা পার্টি প্রধানের কবর জিয়ারত করতে যান। কিন্তু এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতাদের কাউকে তার কবর জিয়ারত করতে আসতে দেখলাম না।’

তিনি জিএম কাদেরকে দলের স্বঘোষিত চেয়ারম্যান আখ্যায়িত করে বলেন, ‘আমি যুব ও তৃণমূল মানুষদের দলে আনতে কাজ করবো। এতে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর সুযোগ থাকবে না। ভবিষ্যতে পার্টিতে আর যেন কেউ স্বঘোষিত চেয়ারম্যান হতে না পারেন সেদিকে আমরা খেয়াল রাখবো।’

এ সময় উপস্থিত ছিলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট রুবায়েত হাসানসহ স্থানীয় জাপা কর্মীরা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…