X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নীল নদের বাঁধ বিতর্কে ইথিওপিয়ার কূটনীতিক তলব মিসরের

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ১৬:৫৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৬:৫৩
image

নীল নদের ওপর নির্মিত একটি বাঁধ নিয়ে ইথিওপিয়ার এক কর্মকর্তার মন্তব্যের জেরে কায়রোয় দেশটির শীর্ষ কূটনীতিককে তলব করেছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিসরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করায় কায়রোয় দেশটির দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নীল নদের বাঁধ বিতর্কে ইথিওপিয়ার কূটনীতিক তলব মিসরের

 ২০১১ সালে নীল নদের ওপর গ্রান্ড ইথিওপিয়া রেঁনেসা (জিইআরডি) বাঁধ নির্মাণের ঘোষণা দেয় ইথিওপিয়া। ছয় হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় এই বাঁধের মাধ্যমে। এর মধ্য দিয়ে আফ্রিকার সর্ববৃহৎ বিদ্যুৎ রফতানিকারক দেশ হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অপরদিকে মিসরের বিশুদ্ধ পানির ৯০ শতাংশের জোগান আসে নীল নদ থেকে। বাঁধ নির্মাণের পর মিসরের জন্য কতটুকু পানি নিশ্চিত করা হবে আর খরার সময়ে পানি ব্যবস্থাপনা কী হবে তা নিয়ে দুই দেশের মতবিরোধ রয়েছে। মতবিরোধ রয়েছে ভাটি অঞ্চলের আরেক দেশ সুদানের সঙ্গেও।

গত মঙ্গলবার ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মিসরে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত দিনা মুফতি বলেন,  ‘তারা (মিসর) জানে জিইআরডি তাদের কোনও ক্ষতি করবে না, অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি ফেরাতে তারা (বিরোধিতা) এটা করছে।’ তিনি বলেন, এই ভাবে মনোযোগ ফেরানো বাদ দিলে বিস্ফোরণের অপেক্ষায় থাকা অনেকগুলো স্থানীয় ইস্যু মিসর ও সুদানকে মোকাবিলা করতে হবে।

বুধবার মিসরের বিবৃতিতে কোনও সুনির্দিষ্ট মন্তব্যের কথা উল্লেখ করা হয়নি। তবে দিনা মুফতির মন্তব্যের পর ইথিওপিয়ার কূটনীতিককে তলব করায় অনেকেই মনে করেন ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাকে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার নতুন এক বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মিসরীয় রাষ্ট্রের ওপর আক্রমণ করা হয়েছে। আর অভিযোগ করা হয়েছে, আদ্দিস আবাবা আগ্রাসী সুর ব্যবহার করে ইথিওপিয়ার ভেতরে বাইরে একাধিক ব্যর্থতা আড়াল করতে চাইছে। 

/জেজে/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী