X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টা চীনের

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৯:৫৬

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল চীন। তবে সরাসরি নয়; বরং এজন্য জঙ্গিদের অর্থ সহায়তা দিতে চেয়েছিল তারা। গত ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি নিয়ে অবহিত করে পেন্টাগন। তবে ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা নিয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। চীন ঠিক কাদের টাকা দিতে চেয়েছিল সেটিও স্পষ্ট নয়। মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টা চীনের

করোনার সময় থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রাম্প প্রকাশ্যে চীনের বিরোধিতা করেছেন।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জো বাইডেন ক্ষমতায় এলে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খানিকটা ভালো হতে পারে। তার মধ্যেই মার্কিন বাহিনীর ওপর চীনের হামলা চেষ্টার খবর সামনে এলো।

পেন্টাগন সূত্র জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল চীন। তবে সরাসরি নয়। এই কাজে আফগান জঙ্গিদের ব্যবহার করতে চেয়েছিল তারা। সেজন্য তাদের অর্থও দিতে চেয়েছিল।

এই মুহূর্তে আফগানিস্তানে প্রায় দুই হাজার মার্কিন সেনা আছে। ন্যাটোর বাহিনীর সঙ্গে তারা কাজ করছে।

২০২০ সালের নভেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে এই সেনাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে। ন্যাটো অবশ্য এই বক্তব্যের বিরোধিতা করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জিনজিয়াং প্রদেশে চীনের সঙ্গে আফগানিস্তানের ছোট সীমান্ত আছে। চীন বরাবরই চায় ওই সীমান্তের মাধ্যমে আফগানিস্তানে নিজেদের আধিপত্য বাড়াতে।

জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বসবাস। সেখানকার প্রায় দশ লাখ মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে আটক রাখায় বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে রয়েছে চীন। বেইজিংয়ের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের বলপূর্বক দাসে পরিণত করার অভিযোগ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসি।

চীনের ধারণা, আফগানিস্তান সীমান্ত থেকে জিনজিয়াং সীমান্ত অঞ্চলে চীনের ওপর নজরদারি চালায় মার্কিন বাহিনী। ফলে অনেক দিন ধরেই বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ছাড়তে হবে।

চীন, পাকিস্তান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র একটি মঞ্চ শেয়ার করে। সেখানেও আফগানিস্তান প্রসঙ্গে আলোচনা হয়। চীন একাধিকবার সেখানে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানোর দাবি জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের বক্তব্য, মূলত বাইরের দুনিয়ার কাছে জিনজিয়াংয়ের পরিস্থিতি গোপন রাখতেই আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল বেইজিং। ট্রাম্পের কাছে এই খবর দেওয়া হলেও বাইডেনকে তা জানানো হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চীন নিয়ে যুক্তরাষ্ট্র নতুন কোনও নীতি নেয় কিনা, তাও দেখার বিষয়। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের