X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জাপার প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সক্রিয় বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২১, ১৮:৩৭আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২০:৩২

এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানান বিদিশা সিদ্দিক ও এরিক এরশাদ জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সক্রিয় রয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিকের মা বিদিশা। শুক্রবার (১ জানুয়ারি) তিনি ও তার ছেলে এরিকসহ কয়েকজন মিলে রংপুরে এরশাদের কবর জিয়ারত করেন। একই দিন সন্ধ্যায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা করেন বিদিশা ও এরিক। সভায় এরশাদের জীবনের নানা প্রসঙ্গ তুলে ধরে কথা বলেন বক্তারা। 

শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান বিদিশা।

এরশাদের সমাধিস্থলে মায়ের সঙ্গে এরিক এরশাদ এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতেও কেক কেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। ওই অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বিদিশা সিদ্দিক, এরিক এরশাদসহ অনেকে ছিলেন। কেক কাটার পর পার্টির প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট পার্কে আলোকসজ্জা করা হয়েছে বলে জানান বিদিশা।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে মারা যান এরশাদ।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা