X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিজ জেলায় চিরনিদ্রায় শায়িত নারীনেত্রী আয়শা খানম

নেত্রকোনা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২১, ১৮:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৮:২৮

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, নারীনেত্রী আয়শা খানমকে তার নিজ জেলা নেত্রকোনায় দাফন করা হয়েছে। আজ শনিবার (২ জানুয়ারি) বাদ আসর নেত্রকোনা অন্নেষা স্কুলের সামনে জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে নেত্রকোনা শহরের কাটলীতে তার বাসভবনে মরদেহ ঢাকা থেকে এসে পৌঁছায়।

আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।

নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর আয়শা খানমের জন্ম। তার বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। ১৯৬২ সালে হামুদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন তিনি।  ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। এ ছাড়া রোকেয়া হলের ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন।

১৯৭১ সালে ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে ঢাকায় শিক্ষার্থীদের সংগঠিত করতে নামেন তিনি। ডামি রাইফেল হাতে ঢাকায় নারী শিক্ষার্থীদের মিছিলের যে ছবি আলোচিত হয়, তাতে আয়শা খানমও ছিলেন।

তার মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বন্ধু-বান্ধব ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে রেখে যান। 

এর আগে শনিবার ভোরে ঢাকার নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম বলেন, ‘আয়শা আপা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে অসুস্থতা বাড়লে তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।’

শনিবার সকাল সাড়ে ৮টায় আয়েশা খানমের মরদেহ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’