X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হঠাৎ শেয়ালের কামড়ে আহত অর্ধশত গ্রামবাসী!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ০১:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৫:৫১

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু রয়েছে।

শেয়ালের কামড়ে আহত গোলাপ মিয়া জানান, সন্ধ্যার দিকে দুইটি শেয়াল গ্রামে প্রবেশ করে হঠাৎ করে নারী-পুরুষ শিশু যাকেই সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এসময় গ্রামের মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। কিন্ত অনেকের শেষরক্ষা হয়নি। এরই মধ্যে গ্রামের অন্তত অর্ধশতাধিক মানুষকে কামড়িয়ে আহত করে খ্যাপাটে শেয়ালেরা। এসময় একটি শেয়ালকে ক্ষুব্ধ গ্রামবাসী পিটিয়ে হত্যা করলেও অপরটি জঙ্গলে পালিয়ে যায়।

পরে শেয়ালের কামড়ে আহতদের স্বজনেরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ৩২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। 

এরা হলেন মো. গোলাপ মিয়া (৩০), মামুন (২৪), কাদির (৩০), আশরাফুল ইসলাম (১২), নায়েব আলী (৩৫), সেফালী (১৪), ওয়াসিম (১৬), রাজু মিয়া (১৫), আকরাম (১৬), হারুন মিয়া (৫০), বাদশা মিয়া (৩০), হৃদয় (১৮), মাতব মিয়া (৪০), সুহেদা (৩৫), মাইনুদ্দিন (২৫), ফৌজিয়া আক্তার (৬), হেলাল উদ্দিন (৫৫), লাকি আক্তার (২৫), শান্তা (১৮), আশরাফুল মিয়া (১৫), কাদির মিয়া (৩০), জুতি (১২), জজ মিয়া (৬০), রাসেদা (৩০), নিলুফা বেগম (৩৫), মামুন (২০), ইয়ার হোসেন (২২), হোসেন মিয়া (২৫), সাইদুর রহমান (৫০), তানিয়া বেগম (২৭), সামসেদ (৩৫) ও কুদরত মিয়া (৩৪)।

তাজপুর গ্রামের প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজন হারুন মিয়া জানান, আমার ভাই আর ভাতিজি বাড়ির উঠানে দাঁড়ানো ছিল। হঠাৎ একটি শেয়াল আমার ভাই ও ভাতিজিকে কামড়িয়ে পালিয়ে যায়। এর মধ্যে গোলাপ মিয়া একটি শেয়ালকে জাপটে ধরলে বাকি সবাই সেটিকে বেদম মার দেয়। এতে শেয়ালটি মারা যায়। অপর শেয়ালটি পালিয়ে যায়।

অপর প্রত্যক্ষদর্শী আবু সাঈদ জানান, গ্রামে শেয়ালের উপদ্রব বেড়েছে। রাতে শেয়ালের দল  চিৎকার চেঁচামেচি করে।

প্রায়ই খাবারের সন্ধানে শেয়ালের দল বাড়ি-ঘরে হানা দেয়। তবে আগে এভাবে কখনও কাউকে কামড়ে দেয়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে যায়। বাকিদেরকে আগামীকাল সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ