X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
সিএনজি অটোরিকশাকে বাসচাপা, নিহত ৭

নবজাতককে নিয়ে বাড়ি ফেরা হলো না মাসুমার!

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ১৮:০৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০১:২১

মাত্র তিন দিন আগে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে জন্ম নেওয়া নবজাতককে নিয়ে রবিবার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রামের বাড়িতে ফিরছিলেন মাওলানা ফারুক হোসেনের স্ত্রী মাসুমা বেগম (২৩)। কিন্তু তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের তারাকান্দার গাছতলা বাজার এলাকায় পৌঁছালে শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে মা ও ওই নবজাতকসহ ৭ জন নিহত হন।

নিহতরা হলেন—নেত্রকোনার পূর্বধলার চুয়ালেঞ্জী গ্রামের মাওলানা ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিন দিন বয়সী নবজাতক শিশু, ফারুকের বোন জুলেখা খাতুন (২৮), ভাই নিজাম উদ্দিন (৩২), ভাবি জোসনা বেগম (৪০) এবং অটোরিকশাচালক রাকিবুল হাসান (৩০)। রকিবুল ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য জানান। তিনি জানান, দুপুর দেড়টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহজালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাত জন মারা যান। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

নিহতদের স্বজন আলী হোসেন জানান, শুক্রবার (১ জানুয়ারি) মাওলানা ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুন বাচ্চা প্রসব করেন ময়মনসিংহ নগরীর লিবার্টি প্রাইভেট হাসপাতালে। তারা নবজাতক পুত্র সন্তানকে নিয়ে রবিবার বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে। ঘটনার জন্য দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কাসেম জানান, বাসচালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুতগতির কারণেই বাসটি অটোরিকশাকে চাপা দেয়। 

এদিকে ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী