X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পর্যটন প্রতিমন্ত্রীর আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৮:১২

দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবন, পাহাড়সহ বাংলাদেশে রয়েছে পর্যটনের সেরা উপাদান। দেশে ছড়িয়ে আছে ১৭শ পর্যটন স্পট। তারপরও বাংলাদেশ পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এজন্য অবশ্য তিনি সমন্বয়হীনতাকে দায়ী করেছেন। রবিবার (৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রুফটপ রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, স্বর্ণ উত্তোলন হয় আফ্রিকায়, অথচ দেশটির মানুষ না খেয়ে মারা যায়। আমাদের দেশের পর্যটনও এমনই অবস্থা। বিশ্বের অনেক দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এমপি, মন্ত্রী হওয়ার আগেও যখনই আমি অর্থ উপার্জন করেছি, তখনই দেশে-বিদেশে ঘোরার চেষ্টা করেছি। আমাদের প্রতিটি জেলায় পটেশিয়ালিটি আছে, পর্যটক আকর্ষণ করার জন্য। আমার মনে হয়ে পৃথিবীতে অনেক উন্নত দেশ যারা পর্যটন শিল্পের সর্বোচ্চ শিখরে আছে তাদেরও এতগুলো উপাদান নেই। আমাদের শুধু সমন্বয়ের অভাব। আমরা ব্র্যান্ডিং করতে পারিনি, তুলে ধরতে পারিনি। আমি এ কথাটি বারবার বলার চেষ্টা করি, জনগণের সম্পৃক্ততা বড় প্রয়োজন। সবার অংশগ্রহণ আমরা যতক্ষণ নিশ্চিত করতে না পারছি, আমাদের পর্যটন শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অন্যান্য খাতের মতো পর্যটন শিল্পও নির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবসহ অন্যান্য যেসব দেশ কোভিড-১৯ এর কারণে আপাতত বিমান চলাচল বন্ধ রেখেছে তারা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশ থেকে বিমান চালনা শুরু করব। কোনও দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধের কোনও সিদ্ধান্ত আপাতত নেই। স্বাস্থ্যবিধি মেনে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা