X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা অফিসারের ‘খামখেয়ালিতে’ বেতন বন্ধ শিক্ষকদের

এস এম আববাস
০৩ জানুয়ারি ২০২১, ২০:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:০৪

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষকের বেতন তিন মাস ধরে বন্ধ রেখেছেন জেলা শিক্ষা অফিসার। আগামী ১০ জানুয়ারির মধ্যে বেতন বিল জমা না হলে ডিসেম্বরের বেতনও বন্ধ থাকবে।  এই পরিস্থিতিতে মানবেতর জীবন-যাপন করছেন শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম অভিযোগ করে বলেন, ‘গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সব শিক্ষকের বেতন বন্ধ রয়েছে। ডিসেম্বর মাসের বেতন ছাড় করেছে সরকার। সেই বেতনও বিলও স্বাক্ষর করছেন না জেলা শিক্ষা অফিসার। আগামী ১০ জানুয়ারির মধ্যে বেতন না ব্যাংকে জমা না হলে ডিসেম্বরের বেতন বন্ধ থাকবে। বেতন না পেয়ে করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। ‘

কেন শিক্ষা অফিসার বেতন ছাড়ের ব্যবস্থা নেননি জানতে চাইলে প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, ‘বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকার কারণে জেলা শিক্ষা অফিসার বেতন বিলে স্বাক্ষর করেন। দীর্ঘদিন থেকে শিক্ষকদের এভাবেই বেতন-ভাতা অব্যাহত রয়েছে। কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ড বরখাস্ত সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের চিঠি দিলে জেলা শিক্ষা অফিসার সব শিক্ষকের বেতন বন্ধ করেছেন। যদিও শিক্ষা বোর্ডের ওই চিঠির কার্যকারিতার ওপর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। তারপরও সব জেনে বুঝেও শিক্ষা অফিসার এই খামখেয়ালি করেছেন জেলা শিক্ষা অফিসার। বিষয়টি প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত। অথচ সব শিক্ষকের বেতন বন্ধ করে জিম্মি করা হয়েছে।’

জানতে চাইলে শেরপুরের জেলা শিক্ষা অফিসার মো. মোকছেদুর রহমান বলেন, ‘শিক্ষা বোর্ড একজনকে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল করেছিল। সে কারণে প্রধান শিক্ষক হিসেবে বেতন বিলে কার স্বাক্ষর নেবো সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন পর্যায়ে আইনি মতামত চেয়েছি।’

সব শিক্ষকের বেতন কেনও বন্ধ হলো জানতে চাইলে মোকছেদুর রহমান বলেন, ‘তাদের কোনও অপরাধ নেই।  তারা যদি মনে করেন তাহলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন। উপজেলা নির্বাহী অফিসার বেতন বিলে স্বাক্ষর দিতে করতে পারেন।’

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রধান শিক্ষক পদায়নের নির্দেশ থাকলেও বিদ্যালয়ে পদায়ন করা হয়নি, তাহলে আগের নিয়মে সব শিক্ষকের বেতন অব্যাহত রাখা হলো না কেনও তা জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার বলেন, ‘শিক্ষকরা তাহলে কেনও ওই শিক্ষকের (বরখাস্ত শিক্ষক) বেতন বিলে স্বাক্ষর করলেন তারা তার বেতন বিলে স্বাক্ষর না করলেই তো ওই শিক্ষক (জাহাঙ্গীর সেলিম) বিল সাবমিট করতে পারতেন না।’

পদায়ন না করা শিক্ষকের তৈরি বেতন বিলে গ্রহণ করে সব শিক্ষকের বেতন বন্ধ করা হলো কেনও জানতে চাইলে সে বিষয়ে সুনির্দিষ্ট জবাব দেননি জেলা শিক্ষা অফিসার। তবে এর আগে এই বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন ‘স্থানীয়ভাবে তো অনেক কিছু ম্যানেজ করতে হয়।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ২০১৪ সালের ৩ আগস্ট বিদ্যালয়টির সহকারী শিক্ষক জাহাঙ্গীর সেলিমকে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। বরখাস্ত হওয়ার পর তিনি নিয়োগপত্র ও পত্রিকার বিজ্ঞপ্তি জালিয়াতি করে প্রধান শিক্ষক হিসেবে গোপনে এমপিও আবেদন করে এমপিওভুক্ত হন। জালিয়াতি ধরা পড়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এমপিও বন্ধ করে এবং ফৌজদারি মামলার করার নির্দেশ দেয়। ম্যানেজিং কমিটি আদালতে মামলাও করে। এরপর চলতে থাকে মামলা পাল্টা মামলার ঘটনা।

এসব ঘটনার মধ্যেই বরখাস্ত ও জালিয়াতির আশ্রয় নেওয়া শিক্ষক ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কাছে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে পুনর্বহালের আবেদন জানান।  জাল কাগজপত্রের বিপরীতে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ২০১৯ সালের ১ জানুয়ারি জাহাঙ্গীর সেলিমকে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়।  কাগজপত্র জালিয়াতির প্রমাণের পর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুনর্বহালের চিঠি স্থগিত করে শিক্ষা বোর্ড। এরপর আবার মামলা সংক্রান্ত মিথ্যা তথ্য জালিয়াতির আশ্রয় নিয়ে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের আবেদন করেন সেলিম জাহাঙ্গীর। ওই আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে চিঠি জারি করে। 

এই চিঠির বিপরীতে বিদ্যালয়ে যোগদান করতে না পারলেও জাহাঙ্গীর সেলিম একটি বেতন বিল তৈরি করে শিক্ষকদের স্বাক্ষর নিয়ে তা জমা দেন জেলা শিক্ষা অফিসারের কাছে।  ওই বেতন বিল গ্রহণ করলেও বিদ্যমান প্রধান শিক্ষকের তৈরি বেতন বিল জমা নেননি জেলা শিক্ষা অফিসার।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী