X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন বছরে কেমন হবে প্রযুক্তি জগৎ?

দায়িদ হাসান মিলন
০৫ জানুয়ারি ২০২১, ১৫:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৯:০৭

প্রযুক্তির হাত ধরে পরিবর্তন ও উন্নয়নের গতি অনেক বেড়েছে। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে প্রযুক্তির নানামুখী ব্যবহার দেখেছে বিশ্ব। একই সঙ্গে এটি মানুষের জীবনে কতটা আশীর্বাদ হতে পারে সেটাও পরিষ্কার হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে নতুন গতির সঞ্চার হয়েছে প্রযুক্তি জগতে, যা নতুন বছরেও অব্যাহত থাকবে। তাদের পূর্বাভাসে এমন কিছু প্রযুক্তির কথা বলা হয়েছে, যেগুলো ২০২১ সালে অনেক বিকশিত হবে। ফলে চাকরি প্রত্যাশীদের এসব বিষয়ে জ্ঞান অর্জনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

নতুন বছরে যেসব প্রযুক্তি সবচেয়ে বেশি বিকশিত হবে তার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। গত এক দশক ধরে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মানুষ ভবিষ্যতে কীভাবে জীবনযাপন করবে, কাজ করবে, বিনোদন নেবে ইত্যাদি সবকিছুর ওপরই প্রভাব থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির। বিভিন্ন পূর্বাভাস বলছে, ২০২১ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার পৌঁছাবে ৫৭ বিলিয়ন ডলারে।

ইলেকট্রিক বিমান

এ বছরের আরেকটি চমকপ্রদ উদ্ভাবন হতে যাচ্ছে ইলেকট্রিক বিমান। অ্যারোস্পেস শিল্পের জন্য ২০২০ সালটি ছিল দুঃস্বপ্নের মতো। বিমান পরিবহনে ধস নামায় বেশিরভাগ বিমান ক্রেতা প্রতিষ্ঠান তাদের ক্রয়াদেশ বাতিল করে এবং অর্ডারের ক্ষেত্রে বেশি সময় নেয়। এসব সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে অ্যারোস্পেস শিল্প। পাশাপাশি ২০২১ সালে রোলস রয়েস একটি ইলেকট্রিক উড়োজাহাজ নিয়ে আসবে। প্রতিষ্ঠানটি আশা করছে, ইলেকট্রিক উড়োজাহাজের আগের গতিসীমার রেকর্ডটি ভেঙে দেবে তারা।

খুচরা বিক্রেতার বিবর্তন

গত বছর করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়েছে সব খুচরা বিক্রেতা। বিপর্যয় কাটিয়ে উঠে যেসব খুচরা বিক্রেতা টিকে থাকতে পারবেন তারা হয়তো নতুন প্রযুক্তির সম্মুখীন হবেন এবং নতুন প্রযুক্তি নিয়ে ভাববেন। এদিকে ২০২১ সালে ‘গো স্টোর চেইন শপ’ আরও বিস্তৃত করবে অ্যামাজন। এ ধরনের শপে কোনও চেকআউট পয়েন্ট থাকে না। ক্রেতারা শপে প্রবেশ করে প্রয়োজন মতো যেকোনও পণ্য নেবেন এবং যাওয়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে মূল্য পরিশোধ করে যাবেন। শপ থেকে ক্রেতারা কী কী পণ্য নিয়েছেন সেটার তালিকা তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্যামেরা।

ওয়ার্ক ফ্রম হোম

করোনাভাইরাসের কারণে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটস এক জরিপে দেখায়, পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার ৬০ শতাংশ শীর্ষ ব্যবসায়ী চান তাদের প্রতিষ্ঠানের অন্তত ২৫ শতাংশ লোকবল বাসায় থেকে অফিস করুক। কেউ কেউ ১০০ ভাগ লোকবলের ক্ষেত্রেই ‘ওয়ার্ক ফ্রম হোমের’ কথা বলেছেন। মহামারি শেষেও তাদের এই নীতি চলবে।

স্বয়ংক্রিয় গাড়ি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে তিন শতাধিক স্বয়ংক্রিয় গাড়ি সেবা দিয়ে যাচ্ছে। এসব গাড়িতে চালক হিসেবে কেউ নেই। গুগলের সহায়তায় ওয়াইমো ওয়ান নামের একটি প্রতিষ্ঠান গত বছরের অক্টোবর থেকে এই সেবা দিয়ে যাচ্ছে। ২০২১ সালে ফিনিক্সের বাইরে অন্যান্য শহরেও সেবাটির বিস্তৃতি ঘটতে পারে।

সূত্র : বিবিসি, গেজেটস নাউ, সিমপ্লিলার্ন।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা