X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথমবারের মতো শ্রমিক ইউনিয়ন গড়লেন গুগলের কর্মীরা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:৫৪
image

টেক জায়ান্ট গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট এর দুইশ’রও বেশি কর্মী শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। মার্কিন কোনও বিশালাকার প্রযুক্তি প্রতিষ্ঠানে এই ধরনের পদক্ষেপ বিরল। কর্মীরা বলছেন বৈষম্যমূলক কাজের পরিবেশ এবং অনলাইনে ঘৃণাবাদী বক্তব্যের মতো ইস্যুতে আরও জোরালোভাবে কথা বলার সুযোগ দেবে এই ইউনিয়ন। আর গুগল বলছে, সব কর্মীর সঙ্গে সরাসরি যুক্ত থাকা অব্যাহত রাখবে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে কর্মবিরতিসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্মীরা। কয়েক সপ্তাহ আগে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা বিষয়ক এক কৃষ্ণাঙ্গ গবেষককে ছাঁটাই করে। তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর কিছু দিনের মধ্যে অ্যালফাবেট ওয়ার্কাস ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার নিকি আনসেলমো এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক বছরে গুগল কর্মীদের সাহসী আয়োজনের ধারাবাহিকতায় ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়েছে। কর্মীদের সম্মান নিশ্চিত করার মতো টেকসই কাঠামো তৈরি করতে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

গুগলের পিউপিল অপারেশনস এর পরিচালক কারা সিলভারস্টেইন বলেন, ‘কর্মীদের জন্য পুরস্কারমূলক এবং সহায়তামূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময়ই কঠোর পরিশ্রম করেছি।’ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন গঠনকে স্বাগত জানালেও তিনি বলেন, গুগল বরাবরের মতো কর্মীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা অব্যাহত রাখবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়