X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় পৌর আ. লীগ সভাপতিকে দল থেকে বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ২২:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২৫

 

পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত মোশাররফ হোসেন বাবুল বর্তমানে বীরগঞ্জ পৌরসভার মেয়র। তিনি ১৭ মাস আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দিনাজপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য ও অমান্য করে বীরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাবুলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে নির্বাহী কমিটির এক জরুরি সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য ও অগ্রাহ্য করে নৌকা প্রতীকের প্রার্থী এবং বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাবুলকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় সকল পদ হতে বহিষ্কারের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে জানানো হয়েছে।’

জানা যায়, বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে নুর ইসলাম নুরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য ও অগ্রাহ্য করে নৌকার প্রার্থী বিরুদ্ধে মোশাররফ হোসেন বাবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

সভায় মোশাররফ হোসেন বাবুলকে গঠনতন্ত্র অনুযায়ী বীরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় সকল পদ হতে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

এ ব্যাপারে মোশাররফ হোসেন বাবুল বলেন, আমি এর আগেও বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি। এবারে আমি দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। জনগণ আমাকে মেয়র হিসেবে চায়, তাই আমি নির্বাচন করছি। দলের যে কোনও সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী