X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এক সপ্তাহের মধ্যে ভেঙে গেলো সেচ প্রকল্পের ট্যাংকের দেয়াল

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১১:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:২৪

চালু হওয়ার এক সপ্তাহের মাথায় ভেঙে গেলো বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের মধ্যবর্তী এলাকায় বিএডিসির তৈরি করা বোরো ধানের চাষাবাদের সেচ প্রকল্পের পানির ট্যাংকি। এতে হাওরপাড়ের ১২টি গ্রামের কৃষকদের বেরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার আঙ্গারুলি হাওর সেচ প্রকল্পের পানির ট্যাংকির দেয়াল ভেঙে পড়ায় এই অনিশ্চয়তা দেখা দেয়। এ ঘটনায় ঠিকাদারের দায়িত্বে অবহেলা ও নিম্নমানের কাজকেই দায়ী করেছেন এলাকাবাসী।

প্রকল্প বাস্তবায়নকারী বিএডিসি কর্মকর্তারা বলেছেন, এই প্রকল্প বাংলাদেশে প্রথম। পরীক্ষামূলকভাবে চালু করা এই প্রকল্পের কারণে সেচ কার্যক্রম বন্ধ থাকবে না। সংশ্লিষ্ট কৃষকদের চিন্তিত হওয়ার কিছু নেই।

জানা যায়, সম্প্রতি ২৪ লাখ টাকা ব্যয়ে আঙ্গারুলি হাওরের বোরো জমিতে পানি সেচ দেওয়ার জন্য বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশন (বিএডিসি) নতুন পদ্ধতিতে সেচ প্রকল্পের কাজ শুরু করে। ২৪ লাখ টাকা ব্যয়ে এই কাজ করে সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান আকিল এন্টারপ্রাইজ।

নির্মিত এই প্রকল্পের মাধ্যমে আঙ্গারুলি হাওরের পশ্চিম পাড়ে বালিজুরি এলাকায় পানি সেচ কাজ শুরু হয়েছিল এক সপ্তাহ আগে। প্রকল্পটির মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা ও তাহিরপুর উপজেলার বারোটি গ্রামের কৃষকদের বোরো ধান চাষাবাদের আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়।

সেচ প্রকল্পের পানির ট্যাংকির ওয়াল মঙ্গলবার ভেঙে পড়ায় এলাকার কৃষকরা প্রায় এক হাজার একর জমি চাষাবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। স্থানীয় কৃষক ফেরদৌস আলম জানান, কাজের শুরুতেই এলাকাবাসী ঠিকাদারের অবহেলা ও নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

সুনামগঞ্জ বিএডিসির উপসহকারী প্রকৌশলী হাসান মাহমুদ মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ট্যাংকির কোনও রডে হুক করা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

সুনামগঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী খালেদুজ্জামান বলেন, ‘কাজে কোনও অনিয়ম হয়নি। এই ধরনের সেচ প্রকল্প বাংলাদেশে এটাই প্রথম। পরীক্ষামূলকভাবে এক সপ্তাহ হয় এটি চালু করা হয়েছে। এখনও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। পানির চাপ কেমন হবে সেটি বোঝা যায়নি, সেজন্য এমন হয়েছে। পরের সেচ প্রকল্পগুলোতে এ ধরনের দুর্ঘটনা ঘটবে না। এ ঘটনার জন্য সেচ কার্যক্রম বন্ধ থাকবে না। আমরা একাধিক মোটরের ব্যবস্থা করে কৃষকদের চাষাবাদের ব্যবস্থা করে দেব। দ্রুত ভেঙে যাওয়া প্রকল্পটিও মেরামত করা হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে