X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আমরণ অনশনের হুমকি বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ১৩:১০আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৩:১০

দেশের ৩১৫টি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্স উঠিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন শিক্ষক নেতারা। বুধবার (৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে এই হুঁশিয়ারি দেন তারা।

অনার্স-মাস্টার্স কোর্সের পরিবর্তে শর্ট কোর্স চালু করা সম্পর্কে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া বক্তব্যের পর আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলনে উচ্চশিক্ষা চালু থাকা ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়।

আরও পড়ুন: বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স থাকবে না

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী জানিয়েছেন বেসরকারি ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স থাকবে না। পরিবর্তে শর্ট কোর্স চালু করা হবে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে। তবে ১৯৯৩ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি ৩১৫টি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু রয়েছে। বিগত ২৮ বছর ধরে সরকারি সুযোগ-সুবিধার না পেয়ে শিক্ষকরা উচ্চ শিক্ষা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারির মাঝেও শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন।
সংবাদ সম্মেলনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজ সরকারি হয়েছে। আমরা এমপিও পাচ্ছি না। একই যোগ্যতা নিয়ে শিক্ষকতা শুরু করে কেউ সরকারি শিক্ষক আর কেউ সরকারি কোনও সুযোগ সুবিধা পাবে না তা কীভাবে সম্ভব।

সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, সর্বশেষ ২০১৮ সালের জনবল কাঠামোতে বামাদের অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তা না করে অনার্স-মাস্টার্স কোর্স তুলে দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষকদের কী ব্যবস্থা হবে তা স্পষ্ট নয়। তাই সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করা না হলে আমরা আমরণ অনশনে কর্মসূচি ঘোষণা করবো।

সংবাদ সম্মেলনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!