X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তুচ্ছ ঘটনায় সাংবাদিক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

যশোর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ২৩:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২৩:৫৩

তুচ্ছ ঘটনায় দৈনিক সময়ের খবরের অভয়নগর প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমদ ও তার স্ত্রী ইসফাত আরা আইরিনকে পিটিয়ে আহত করা হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ধোপাদী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে এসএম রিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক শাহিনের স্ত্রী জানান, বুধবার দুপুরে তাদের ৮ বছর বয়সী মেয়ে তাছনিয়ার সঙ্গে প্রতিবেশী এসএম রিপনের শিশুর বিবাদ হয়। এরই জের ধরে বেলা সোয়া ২টার সময় এসএম রিপন, তার স্ত্রী হীরা বেগম এবং তাদের প্রতিবেশী আমিনুরের স্ত্রী ফরিদা বেগম তাদের বাড়িতে যান। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তার স্বামী প্রতিবাদ করেন। এক পর্যায়ে রিপন তার হাতে থাকা লাঠি দিয়ে তার স্বামীকে পেটাতে শুরু করলে অপর দুই নারীও লাঠি দিয়ে পেটাতে থাকেন। তিনি ঠেকাতে গেলে তাকেও পেটানো হয় এবং পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে তারা চলে যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে অভয়নগর থানায় হামলাকারী তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া জাহান বলেন, সাংবাদিক শাহীনের মাথা ও নাকে আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শঙ্কামুক্ত কি না তা ২৪ ঘণ্টা পর বলা যাবে। সাংবাদিকের স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন আছে, তিনি শঙ্কামুক্ত।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, সাংবাদিক ও তার স্ত্রীকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজন পলাতক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী