X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আলুর বাম্পার ফলন স্বপ্ন দেখাচ্ছে নওগাঁর কৃষকদের

আবদুর রউফ পাভেল, নওগাঁ
০৭ জানুয়ারি ২০২১, ১৩:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৩:৪৮

উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা। জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা ধান চাষের জন্য খ্যাত। তবে অধিক লাভের আশায় এই অঞ্চলের কৃষকরা কৃষি অফিসের পরামর্শ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিন দিন রবি ফসল চাষের দিকে ঝুঁকছেন। চলতি রবি মৌসুমে আলুর বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামের আশা করছেন তারা। আলুসহ অন্যান্য রবিশস্য থেকে কয়েক দফার বন্যায় ক্ষতি হওয়া আমন ধানের লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন জেলার কৃষকরা।

রাণীনগর উপজেলার ছোট যমুনা নদী এবং আত্রাই উপজেলার আত্রাই নদীর দুই তীরে বিপুল পরিমাণ আলুর আবাদ হয়েছে। নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ আলুক্ষেতের সমারোহ। কোথাও ভুট্টা, কোথাও আলু আবার কোথাও বাদামসহ বিভিন্ন রবিশস্যের কারণে এখন কৃষকের মনে দোলা দিচ্ছে স্বপ্ন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলা আট ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার আট ইউনিয়নের মধ্যে সাতটিরই বুক চিরে বয়ে গেছে আত্রাই নদী। বর্ষা মৌসুমে নদীতে পানি থই থই করলেও শুষ্ক মৌসুমে নদীর চরসহ দুই কূলের বিস্তীর্ণ এলাকায় কৃষকরা ফসল উৎপাদন করেন। বিশেষ করে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের শলিয়া, তাড়ানগর, বাউল্লা, রায়পুর, শাহাগোলা ইউনিয়নের রসুলপুর, জাতোপাড়া, ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর, মহাদিঘী, কাশিয়াবাড়ি, ভরতেঁতুলিয়া, আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি, বেওলা, কুমঘাট, পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই, পাঁচুপুর, মালিপুকুর, পারগুড়নই, গুড়নই, বিশা ইউনিয়নের বৈঠাখালী, উদয়পুর, খালপাড়া পারমোহনঘোষসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার কৃষক নদীর তীরে তাদের জমিতে আলু, ভুট্টা, বাদামসহ বিভিন্ন প্রকারের ফসল ও শাকসবজি চাষ করেছেন। এসব এলাকার নদীর দুই তীর এখন সবুজে ছেয়ে গেছে। বিশেষ করে আলু ভুট্টা ও বাদামের সবুজ গাছ কৃষকদের চোখেমুখে হাসির ঝিলিক ফুটিয়ে তুলেছে।

Naogaon Picture-1 (1) অপরদিকে রাণীনগর উপজেলার মিরাট, গোনা ও কাশিমপুর ইউনিয়নের অধিকাংশ মাঠ জুড়েই এখন শোভা পাচ্ছে আলুর গাছের সবুজের সমারোহ। চলতি রবি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১২৫ হেক্টর, কিন্তু চাষ হয়েছে ১১৮০ হেক্টর জমিতে। কৃষকরা কৃষি অফিসের পরামর্শে অধিক ফলনশীল জাতের কাটিনা ডায়মন্ড, উফসি ও স্থানীয় জাতের আলু চাষ করেছেন। যদিও উপজেলাতে এখনও পুরোদমে জমি থেকে আলু তোলা শুরু হয়নি। তবুও যেসব কৃষক আগাম জাতের আলু চাষ করেছিলেন তারা কিছু কিছু আলু তোলা শুরু করেছেন। আর কয়েকদিন পর পুরোদমে আলু তোলা শুরু হবে। তবে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় কৃষকরা প্রতি হেক্টর জমিতে ১৫-২০ টন আলুর ফলন পাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বর্তমানে বাজারে আলুর চাহিদা ও দাম ভালো থাকায় চাষিরা আলু কয়েক দফার বন্যায় আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলুচাষি ইমতিয়াজ আলম বলেন, ‘আমাদের মাঠে চৈতালি ফসল তেমন হয় না, শুধু ধানের জন্যই আমাদের মাঠ বিখ্যাত। তবে প্রতি বছর বন্যার পর নদীর তীরের জমিগুলোতে আলু, ভুট্টা, সরিষা ও বাদামের খুব ভালো ফলন হয়। এবারে আমি নদীর তীরে সাত বিঘা জমিতে আলু চাষ করেছি। আলুর গাছ দেখে বাম্পার ফলন হবে বলে আশা করছি।’

রাণীনগর উপজেলার নান্দাইবাড়ি গ্রামের আলুচাষি ফজল হোসেন বলেন, ‘কয়েক দফার বন্যায় আমন ধানসহ আমার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এবার আলুর গাছ আমাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। বন্যার কারণে নদীর তীরের জমিতে পলি পড়ে। তাই এই সব জমিতে এবার রেকর্ড পরিমাণ আলুর ফলনের আশা করছি। হয়তোবা আলুর বাম্পার ফলন ও ভালো দামে বন্যার সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবো। এছাড়া কৃষি অফিসের সার্বিক সহযোগিতা আর পরামর্শের কারণে ঘন কুয়াশায় আলুর তেমন কোনও ক্ষতি হয়নি।’

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাওছার হোসেন বলেন, ‘এ অঞ্চলের কৃষকরা কয়েক দফার বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ হাজারের অধিক কৃষককে আমরা কৃষি সহায়তা দিযেছি। বিশেষ করে চলতি রবি মৌসুমে কৃষকরা যাতে রবিশস্য চাষ করে ভালো ফলন পান সেজন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে ফসল উৎপাদনে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।’

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, ‘বর্তমানে এই অঞ্চলের উপর দিয়ে দ্বিতীয় দফায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিন্তু কৃষি অফিসের তৎপরতা ও কৃষকদের আগাম প্রস্তুতির কারণে ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে আলুর ক্ষেতের তেমন কোনও ক্ষতি হয়নি। আর বর্তমানে ঘন কুয়াশা না থাকা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার কৃষকরা আলুর বাম্পার ফলন পাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত আলুর বাজার ভালো আছে। তাই কৃষকরা আলু থেকে ভালো লাভবান হবেন বলেও আশা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা