X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

চলতি বছরের মধ্যে নদী খনন শেষ করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ১৮:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৮:২১

বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে চলতি বছরের (২০২১) মধ্যেই নদী খননের কাজ শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, বৈঠকে উত্তরবঙ্গে প্রবাহিত নদীগুলোর খনন কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, রংপুর বিভাগে ৯৮টি প্যাকেজে ৮০৮ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৯৫৯ কিলোমিটার নদী খননের প্রকল্প চলমান রয়েছে। বিভিন্ন প্যাকেজে শূন্য থেকে শতভাগ কাজ শেষ হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ হয়েছে। অনেকগুলো প্যাকেজে ৭৫ ভাগ ভৌত এবং ৪০ ভাগ আর্থিক অগ্রগতি রয়েছে, কিন্তু সেগুলোকে সমাপ্ত বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ জানতে চাইলে উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকগুলো প্যাকেজে নদী খননে ব্যক্তিগত জমি থাকায় ও আদালতের নিষেধাজ্ঞাসহ নানা সমস্যায় কাজ পুরোপুরি শেষ করা যায়নি। আর কাজ শেষ হলেও বাজেট ছাড় হয়নি। এ কারণে আর্থিক ও ভৌত অগ্রগতি শতভাগ না হলেও কাজ শেষ হয়েছে।’

এদিকে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজারগুলোর জ্বালানি তেলের ব্যবহার অনলাইনে মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সেন্সর বেইজ ডিভাইস স্থাপন করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলে বাঁধ ও প্রতিরক্ষা বাঁধের কাজে লবণাক্ততাবিরোধী সিমেন্ট ও কেমিক্যাল ব্যবহারের উদ্যোগের কথা মন্ত্রণালয় জানিয়েছে। এক্ষেত্রে তারা ডায়মন্ডসহ অন্য একটি সিমেন্টের লবণাক্ত প্রতিরোধী ক্ষমতা পরীক্ষার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন