X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
আকরামের সতর্কবার্তা

ওয়েস্ট ইন্ডিজকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৬:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৬:৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ফেরার মিশনে খর্ব শক্তির ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। নানা ‘অজুহাতে’ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের রেখে বাংলাদেশে আসছে তারা। যদিও বিসিবি এই দলটাকে মোটেও খাটো করে দেখছে না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান স্পষ্টই বলে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল করবেন মুশফিক-সাকিবরা।

করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে আসছেন না ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। এর ফলে বাংলাদেশ সফরে যারা আসছেন, তাদের নিয়ে গঠিত দলটা দ্বিতীয় সারিরই বলা চলে।

মূল ক্রিকেটারদের বাদ দিয়ে ক্যারিবিয়াদের গড়া দলটিকে খাটো করে দেখলে বাংলাদেশ বড় ভুল করবে বলে সতর্কবার্তা আকরামের, “ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষণা করেছে, সেটি মোটেও ছোট দল নয়। ওদের কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো। ব্যাকআপ প্লেয়ার অনেক ভালো। যদি কেউ মনে করে ‘বি’ দল আসছে, তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে।”

সাবেক এই অধিনায়ক অবশ্য প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তির জায়গাতেই ফোকাস রাখতে চান, ‘যদিও আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করছি না। আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। এছাড়া অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবো। ওরা কিন্তু আমাদের চেয়ে এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে। কিন্তু কোভিডের জন্য আমরা কিন্তু খেলতে পারিনি। আশা করি, আমাদের খুব বেশি সমস্যা হবে না।’

ওয়ানডে ও টেস্টের জন্য ঘোষিত প্রাথমিক দলে বেশ কয়েকজন নবীন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন কাউকে অভিষেক করানোর পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নে আকরাম নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন, ‘এটা তো নির্বাচকরা বলতে পারবে, এটা নির্বাচকদেরই দেখার বিষয়। দেখা যাক কী হয়। দুটো ম্যাচ (প্রস্তুতি) আছে। ১৬ তারিখে সম্ভবত ওয়ানডে দল দিবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা