X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ৬৯২, মৃত্যু ২২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৭:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৭:২৭

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৯২ জন। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ২১ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এখন পর্যন্ত মোট মারা গেলেন সাত হাজার ৭৫৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। দেশে এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন চার লাখ ৬৬ হাজার ৬৪ জন।

শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্তের হার পাঁচ দশমিক ৩৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ১৮১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। সরকারি-বেসরকারি মিলিয়ে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে ১১৪টি, জিন-এক্সপার্ট মেশিন রয়েছে ২৭টি এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা পরীক্ষা হচ্ছে ৪০টি পরীক্ষাগারে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫২৩টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯০৮টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থপনায় হয়েছে ২৬ লাখ ৩৯ হাজার ৮৮৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ চার হাজার ৫১২টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী সাত জন। বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন তিন জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন। ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন আর বাড়িতে মারা গেছেন একজন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুই জন করে আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৫৫২ জন, চট্টগ্রাম বিভাগের ১১৫ জন, রংপুর বিভাগের ৩৩ জন, খুলনা বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ৩৭ জন আর সিলেট বিভাগের ১৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৬১ জন আর ছাড় পেয়েছেন ৭১২ জন।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি