X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সমালোচনাকারীদের চোখে উন্নয়ন ধরা পড়ে না: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ১৮:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:২৮

 

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, 'শেখ হাসিনা শুধু দেশের নয়, পুরো বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে কিন্তু সমালোচনাকারীদের চোখে এসব উন্নয়ন ধরা পড়ে না। তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে বর্তমান সরকারের এসব উন্নয়নের খবর জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।'

শনিবার (৯ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের ৪৯নং হাবিশপুর মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন

মন্ত্রী আরও বলেন, 'বেলাব-মনোহরদীর (নরসিংদী-৪) অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৮শ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বিশাল বরাদ্দ দিয়ে শুধু বেলাব মনোহরদী নয়, সমগ্র নরসিংদী জেলার উন্নয়নের দৃশ্য পরিবর্তন করা যাবে।'

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনিরুজ্জমান জাহাঙ্গীর, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য অ্যাড. শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের কার্যকরী সদস্য মেরাজুল ইসলাম ভুইয়া মাসুম, স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন প্রমুখ। পরে শিল্পমন্ত্রী পাটুলী ইউনিয়নের গুচ্ছগ্রাম পরিদর্শন করেন

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ