X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইভিএম ব্যবহার হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে : স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ২১:০৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:০৯

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির জনকের দর্শন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক ধারা অব্যাহত এবং নির্বাচনের মাধ্যমে জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় একটি স্বচ্ছ নির্বাচন চান। সেই অধিকার প্রতিষ্ঠায় অনেক প্রতিকূলতার মাঝে যত বাধা-বিপত্তি আসে সেটা পরিহারের চেষ্টা করছি।

তিনি বলেন, ইতোমধ্যে পৌরসভাগুলোতে পর্যায়ক্রমিকভাবে ইভিএমে ভোট করার ব্যবস্থা করা হচ্ছে। যাতে করে একজনের ভোট অন্যজনে দিতে না পারে। আগামী ১৬ জানুয়ারি কুমিল্লার একটি পৌরসভা চান্দিনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটিতেও ইভিএমে ভোট হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সরকার বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রীর নির্দেশ।

শনিবার কুমিল্লা ক্লাবে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিপাড়ে যমুনা ব্যাংকের ১৪৯ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লাকে ক্লিন সিটিতে রূপান্তিত করতে খুব শিগগিরই কুমিল্লাতেও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের সব বর্জ্য সংগ্রহ করে প্ল্যান্টের মাধ্যমে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্জ্য সংগ্রহ করে পরিবেশ রক্ষায় কুমিল্লা হবে একটি ক্লিন সিটি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি আমার কাছে আছে, আগামী কয়েকদিনের মধ্যে আমি দেখে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। সেইখান থেকে পাস হলে কুমিল্লায় প্রকল্পটির কাজ শুরু হবে। এছাড়া এই সিটির অবকাঠামোগত উন্নয়নের জন্য জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় আগামী অর্থবছরে আরও ৪শ’কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা