X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
বায়োপিক ‘বঙ্গবন্ধু’

‘হঠাৎ প্রধানমন্ত্রী বলে ওঠেন, আমার আব্বা কোথায়?’

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ২৩:১০আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৬:৫৩

নির্মিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবর রহমানকে নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’। যার প্রধান চরিত্র বঙ্গবন্ধু হিসেবে ক্যামেরায় ধরা দেবেন আরিফিন শুভ। এটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। এতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দিঘীসহ শতাধিক শিল্পীকে।

এ জন্য আগামী ১৯ জানুয়ারি মুম্বাইয়ের টিকিট ধরবেন চলচ্চিত্রটির একটি অংশ। আর ফেব্রুয়ারিতে যাবেন আরও কয়েকজন।

ঐতিহাসিক এ কাজের শুরুতে তারা পেলেন প্রধানমন্ত্রীর শুভাশিস।

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’র কলাকুশলীদের শুভ কামনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ হয়। বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় ৬টা পর্যন্ত ২০ জনের দল প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান।

চলচ্চিত্রটির প্রধান চরিত্র আরিফিন শুভর ভাষায়, এটা সাক্ষাৎ নয়, বলা যায় অনানুষ্ঠানিক কর্মশালা।

‘প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগেও আমার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আজকের সেশনটি গতানুগতিক নয়। এখানে রাজনৈতিক কোনও আবহ ছিল না। রেহানা ম্যাম ও প্রধানমন্ত্রী বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলেছেন, আমাকে আলাদাভাবে নানা কথা বলেছেন। এতদিন তো বঙ্গবন্ধু, তার পরিবার নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু তাদের কথার মতো অনুপ্রেরণা অন্য কোথাও মেলা কঠিন। সন্তান (শেখ হাসিনা ও শেখ রেহানা) বাবাকে নিয়ে যা বলবে তা তো অন্য কোথাও পাওয়া সম্ভব নয়’- বললেন ঢাকাই ছবির অন্যতম এই শিল্পী।

আরিফিন শুভর কাছে জানতে চাওয়া হয়েছিল, আড়াই ঘণ্টার সময়ে অনেক আলাপচারিতার মধ্যে কোন কথাটি ভীষণ মনে পড়ছে?

তিনি বললেন, ‘আমরা তো জানি আমাদের প্রধানমন্ত্রীর সেন্স অব হিউমার ও আন্তরিকতা। সেটাই আজকে আবার দেখলাম। বিদায় পর্বে আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ প্রধানমন্ত্রী বলে ওঠেন, আমার আব্বা কোথায়? যেহেতু বঙ্গবন্ধু চরিত্রটি আমি করছি, তাই কারও বুঝতে বাকি থাকে না তিনি কাকে খুঁজছেন! সবাই আমার দিকে তাকায়, আমি সামনে এগিয়ে যাই! এই যে প্রধানমন্ত্রীর মমতামাখা ডাক, এটা আমার মাথার মধ্যে গেঁথে গেছে। যে ছেলেটি (শুভ) ২৫৭ টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছে, সে আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির চরিত্রটি ধারণ করতে যাচ্ছে, এরচেয়ে আর কি পাওয়ার থাকতে পারে!’

বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে শিল্পীদের সাক্ষাৎ আগামী ২৫ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। টানা আড়াই মাস চলবে সেটি।

জানা যায়, প্রথমে বাংলাদেশে ছবিটির শুটিং করার কথা ছিল। তবে করোনায় সব পরিকল্পনা ভেস্তে যায়। গত ১৭ মার্চ এফডিসিতে আয়োজন করা হয়েছিল মহরত। করোনার কারণে দ্রুত তা বাতিল করতে হয়।

২৫ জানুয়ারি মুম্বাইয়ে শুটিং শুরু হয়ে এটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের জন্য কিছু দিনের বিরতি থাকবে। তারপর বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে বিগ বাজেটের সবচেয়ে বড় কাজ।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!