X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চারঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত, আটক ১২

রাজশাহী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ২৩:৪০আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২৩:৪০
image


চারঘাটে আধিপত্য বিস্তারে মাইকিং করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রেজাউল ইসলাম (৫৫)। এই ঘটনায় পুলিশ সদস্যসহ আরও ৬ জন আহত হয়েছেন। অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে পুলিশ জানায়। তবে আটককৃতের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আর নিহত-আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেজাউল ইসলাম চারঘাট উপজেলার শিবপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন কালাম (৬০), আজাদ (৫৫),সালাম (৫০), রিপন (৩৫), পুলিশ সদস্য আপেল (৩৩)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে চারঘাটের শিবপুর ও পুঠিয়ার দিঘলকান্দি এলাকার মধ্যে হলিদাগাছি শিশিতলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে দুইটি এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত পরে।
এদিকে, এই ঘটনার জেরে শনিবার সকালে দিঘলকান্দির লোকজন মাইকিং মাধ্যমে এলাকাবাসীকে সংঘবদ্ধ করে শিশিতলা বাজারে ওঠার চেষ্টা করে। অপরদিকে, শিবপুর গ্রামের লোকজন একই কৌশলে এলাকাবাসীদের জড়ো করে। এমন উত্তেজনাকর খবরে চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম এবং পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতানসহ দুটি গ্রামের ৩০ জন বিষয়টি মীমাংসার জন্য সালিশে বসেন। এসময় দিঘলকান্দি এলাকার সবুজ ও আবু সামা নামে দুজন দেশীয় অস্ত্রসহ শিবপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এতে মীমাংসার বদলে দুই এলাকার মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় তাদের ধারালো অস্ত্রে আঘাতে রেজাউল নামে এক ব্যক্তি, একজন পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক আহত রেজাউলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সংঘর্ষের খবরে চারঘাট ইউএনও সৈয়দা সামিরা, পুঠিয়া ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাজ, চারঘাট সার্কেল সিনিয়র এএসপি নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বর্তমানে ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশই অভিযান অব্যাহত রয়েছে। তবে কোনও মামলা হয়নি।
চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, গত কয়েকদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। আমরা দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করছিলাম। এরই মধ্যে আবার সংঘর্ষ ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…