X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ০০:৩৪আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:৫৫

 

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে যাদের ব্যাপারে তদন্ত কার্যক্রম চলছে, তারা এ তালিকা থেকে আপাতত বাদ থাকবেন। তদন্ত শেষে যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন পরবর্তীতে তারা তালিকায় যুক্ত হবেন।

মন্ত্রী শনিবার (৯ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের সহযোগিতায় কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগে যে তালিকা করা হয়েছিল সেখানে যারা আওতাভুক্ত নন তাদের নাম ভুলক্রমে চলে এসেছে, আবার যাদের নাম আওতাভূক্ত হওয়ার কথা তাদের অনেকের নাম বাদ পড়েছে। সেজন্য আমরা তালিকা প্রকাশের কাজ ৩ সপ্তাহ পিছিয়ে দিয়েছি। এ মাসের ৩০ তারিখে সেটা করা হবে। কারও নাম ভুলক্রমে বাদ গেলে তিনি যদি সেটি আমাদের নজরে আনেন তবে তা সংশোধন করবো। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে জাতির সামনে সেটি উপস্থাপন করা হবে। আপত্তি গ্রহণের জন্য ৩০ দিন সময় দেওয়া হবে। আপত্তি না থাকলে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আমরা চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করবো। এরপর আগামী ২৬ মার্চ আমরা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো ইনশাল্লাহ। কারও বিষয় যদি তদন্তাধীন থাকে সেই তদন্ত নিষ্পত্তির পর তারা যদি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন তবে তারা সংযুক্ত হবেন।

গাজীপুর মহানগরের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, সামিট গ্রুপের কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।

সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ শীঘ্রই বিশ্বের উন্নত ৩০ দেশের তালিকায় স্থান করে নেবে। দেশে গ্রাম ও শহরের ভেদাভেদ থাকবে না। আমরা সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি পদ্মা সেতুসহ নানা উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। গাজীপুর সিটি করপোরেশনকেও আধুনিক ও গ্রিণ সিটি করার কার্যক্রম এগিয়ে চলছে।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ওই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষাবিদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, প্রায় ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যায়ে সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিন তলা বিশিষ্ট এ স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে সায়েন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের জন্য আলাদা কক্ষসহ ১০টি শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, ক্যান্টিন, অভিভাবকদের জন্য বিশ্রামাগারসহ আধুনিক সুযোগ সুবিধা ও শিক্ষার অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
পাঁচ বছরে ২৩৭৩ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল
‘রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো’ বন্ধ করার দাবি
আ.লীগ নেত্রী শিরীন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন