X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুর পৌর নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, অভিযুক্ত ৫শ’

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ২০:২৬আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:২৬

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে হামলা পাল্টা-হামলা ও সংঘর্ষের ঘটনায় শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে মামলা দুটি দায়ের করা হয়। পাল্টাপাল্টি মামলা দুটিতে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতিসহ ১৩৭ জনের নাম উল্লেখ করে ৫শ’জনকে আসামি করা হয়েছে। উভয় মামলাতেই বাদীরা হত্যাচেষ্টার অভিযোগ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর একটি মামলা করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান। তিনি শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লাকে প্রধান আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

অ্যাডভোকেট কাজী খান মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি প্রধান নির্বাচনি কার্যালয়ে শ্রীপুর পৌরসভার রেলগেইট এলাকায় প্রধান নির্বাচনি অফিসে কর্মীদের সাথে নির্বাচনি প্রচারণা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় রবিবার (১০ জানুয়ারি) দুপুর ১১টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর (নৌকা) সমর্থকেরা (অভিযুক্ত আসামিরা) দা, লাঠি, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ হেলমেট পরিহিত অবস্থায় তার নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেন। এসময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে আবার বেলা পৌনে ১২টায় দ্বিতীয়বার হামলা চালিয়ে অভিযুক্তরা পোলিং এজেন্টদের তালিকা, ২০ হাজার পোস্টার লিফলেট, দুটি হ্যান্ড মাইক, কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর ও লুটপাট করে। বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচনি প্রচারণা থেকে সরে যাওয়ার জন্য আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল বলেও তিনি অভিযোগে উল্লেখ করা হয়।

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকিরকে প্রধান আসামি করে একই দিনে শ্রীপুর থানায় মামালা দায়ের করেন। অন্যান্য আসামিরা হলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আইনুল হক আকন্দ, তার ভাই ফজলুল হক আকন্দসহ মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়। 

নূরে আলম মোল্লা মামলার এজাহারে উল্লেখ করেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান শেষে নৌকা প্রতীকের পক্ষে প্রচারকাজ চালানোর সময় শ্রীপুর রেলগেট সংলগ্ন এলাকায় অভিযুক্তরা আসামিরা তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। খবর পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রীপুর বাজারে প্রতিবাদ মিছিল বের করলে শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে। সেখানে আবারও অভিযুক্তরা তাদের ওপর দা, লাঠি, হকিস্টিক নিয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে নগদ চার লাখ টাকা, বেশ কয়েকটি মোবাইল ছিনতাই করে। এসময় নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান রবিবার বিকেল তিনটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় উপজেলার উজিলাবো গ্রামে দিদার নামে এক কর্মীর একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার কথাও বিবরণে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, রবিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রীপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওইসব ঘটনায় দুটি দলের পক্ষ থেকে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, দুটি মামলাতেই হত্যাচেষ্টার অভিযোগসহ বিভিন্ন ধারায় অপরাধের অভিযোগ করা হয়েছে। এতে উভয়পক্ষের ৫শ’ জনকে অভিযুক্ত করা হয়েছে।

শ্রীপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান, পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৮৩২ জন এবং মহিলা ভোটার ৩৪ হাজার ১০৩ জন।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, শ্রীপুর পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৬টি। এর মধ্যে পুরুষ ভোট কেন্দ্র ১০টি, মহিলা ভোট কেন্দ্র ১০ এবং উভয় ভোট কেন্দ্র ৬টি। ভোটকক্ষ ১৯০টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৬টি। আগামী ১৬ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া