X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএসএফের মৈত্রী সাইকেল র‌্যালির উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ০২:৪৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০২:৪৩
image

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতীয় বিএসএফ এক মৈত্রী সাইকেল র‌্যালির আয়োজন করেছে। ১০ জানুয়ারি  শুরু হওয়া এ র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১১ জানুয়ারি বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে।  

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বেনাপোল-পেট্রাপোল নোম্যানসল্যান্ডে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। এর আগে র‌্যালি শুরু উপলক্ষে বিজিবির পক্ষ থেকে এই আয়োজনের জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান যশোর বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসাইন। তিনি বিএসএফ এর ডিআইজি অজিত কুমার তেতের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

জানা গেছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যািবর্তন দিবসকে স্মরণে রেখে র‌্যালিটি ১০ জানুয়ারি কলকাতার বশিরহাট ভারতীয় সীমান্তের ১ নম্বর পিলারের পাশ থেকে শুরু হয়। সোমবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই র‌্যালি বাংলাদেশ-ভারত সীমান্ত হয়ে দেশটির বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকা অতিক্রম করে ৪ হাজার ৯৬ কিলোমিটার পথ পাড়ি দেবে এবং আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে মিজোরাম সীমান্তে গিয়ে শেষ হবে। 

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিএসএফ সাইকেল র‌্যালির আয়োজন করায় বিজিবির শুভেচ্ছা

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএসএফের আয়োজনে সাইকেল র‌্যালির খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান,বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন এবং বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসাবে বিএসএফ এই সাইকেল র‌্যালির আয়োজন করেছে। এতে ১৭ জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন। র‌্যালিটির নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের আইজি শ্রী অশ্বিনী কুমার।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসাইন, রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল, নোডাল অফিসার লেফটেন্যান্ট কর্নেল কবির হোসাইন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজাসহ অন্য কর্মকর্তারা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের এডিজি শ্রী পঙ্কোজ কুমার, ডিআইজি অজিত কুমার তেতে, শ্রী অশ্বিনি কুমারসহ আরও অনেকে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ