X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২২:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২২:৫৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ জানয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ৭নং ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪০-এর সাবপিলার ১৬-এর কাছে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগীরা দিনভর ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও সন্ধ‌্যায় দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আহতরা হলো– ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর ডাকডহর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে হাছানুর আলী (১৯) ও মোজাহার প্রামাণিকের ছেলে শাহাদৎ প্রামাণিক (২৪)। দুজনই রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মহিমুল ইসলাম জানান, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সকালে একদল গরু চোরাকারবারি সীমান্ত পথে গরু আনতে গেলে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার শালমারা থানার কালাইবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি ছোড়ে। সে সময় দুই বাংলাদেশি যুবক আহত হয়। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ‘আহতরা এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি।’

কচাকাটা থানার ওসি মাহবুব আলম বলেন, ‘এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা মামলার ভয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে।’

কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া বুলেটে দুই বাংলাদেশি আহত হওয়ার খবরটি লোক মারফত শুনেছি। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক