X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিশুর শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:০৭

গাজীপুরের কাপাসিয়ায় আফিয়া আক্তার মীম (৬) নামে এক শিশুকে অ্যাসিড ঢেলে যৌনাঙ্গ ও কান ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, এ ঘটনায় মঙ্গলবার (১২ জানুয়ারি) শিশুটির বাবা শামসুন্নাহার (৩২) নামে এক প্রতিবেশী নারীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

মীম কাপাসিয়া উপজেলার বড়হর গ্রামের ইমরান হোসেনের মেয়ে।

শিশুটির চাচা আরমান হোসেন জানান, ৮ জানুয়ারি বিকালে তিনি বড় ভাই ইমরানের শিশুকন্যাকে নিয়ে নিজ বাড়ির উঠানে রোদ পোহাচ্ছিলেন। সে সময় শিশুটির মা এবং দাদিও সঙ্গে ছিলেন। সেখানে প্রতিবেশী শামসুন্নাহার রোদ পোহাতে আসেন। পরে শিশুর মা এবং দাদি শামসুন্নাহারের কোলে শিশুটিকে রেখে বাড়ির অন্য কাজে চলে যান। একপর্যায়ে শিশুটির কানে এবং যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে পালিয়ে যান শামসুন্নাহার। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দৌড়ে এসে তার কান এবং পরনের হাফ প্যান্ট থেকে ধোঁয়া উড়তে দেখেন। পরে শিশুটিকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতাল এবং পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে তাকে ঢাকার বারডেম হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসা শেষে ১১ জানুয়রি সোমবার স্বজনরা শিশুটিকে আবার কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, শিশুটির ডান কানে ও যৌনাঙ্গে অ্যাসিডে দগ্ধ হওয়ার মতো লক্ষণ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওসি জানান, ঘটনা তদন্তে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে একজনকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী