X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রবাসীর ভবনের প্রবেশ পথ আটকাতে বাঁশের বেড়া!

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
১৩ জানুয়ারি ২০২১, ০০:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:২৩

নরসিংদীর পলাশে চাহিদা অনুযায়ী টাকা দিয়ে জমি না কেনায় বসতঘরের প্রধান ফটকের সামনে বাঁশের বেড়া লাগিয়ে এক প্রবাসীর পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় অগ্নি দাস নামের এক ব্যক্তি ওই পরিবারকে প্রায় এক বছর ধরে এভাবে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার ঘটনাটি জানিয়েও কোনও সমাধান পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই পরিবারটি।

উপজেলার জিনারদী ইউনিয়নের পণ্ডিত পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী ওই পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্ডিত পাড়া গ্রামের অগ্নি দাসের কাছ থেকে প্রায় ৫ বছর আগে একই গ্রামের সৌদি প্রবাসী প্রদীপ কুমার সূত্রধর দেড় শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে তিনতলা একটি ভবন নির্মাণ করে স্ত্রী ও দুই শিশু কন্যাকে নিয়ে বসবাস শুরু করেন প্রদীপ কুমার। ভবন নির্মাণ থেকে শুরু করে গত এক বছর আগে পর্যন্তও উভয় পক্ষের মধ্যে কোনও সমস্যা ছিল না। তবে বিরোধের সৃষ্টি হয় বছরখানেক আগে। সেসময়ে ওই ভবনের পাশের আরও কিছু জমি কেনার জন্য প্রবাসী প্রদীপ কুমারকে প্রস্তাব দেন অগ্নি দাস। তবে জমির দাম চারগুণ বেশি হওয়ায় এতে আগ্রহ দেখাননি প্রদীপ। এতে ক্ষুব্ধ হন অগ্নি। তিনি চাপ দিলেও প্রদীপ তাতে রাজি না হওয়ায় নতুন কৌশল নেন অগ্নি। প্রদীপের ভবনের প্রবেশপথের ঠিক সামনে নিজের জমিতে বাঁশের বেড়া লাগিয়ে দেন তিনি। স্থানীয়রাও অগ্নিকে এতে সমর্থন দেয়। এরফলে অবরুদ্ধ হয়ে ভবনটির নিচতলায় একপাশে তৈরি ছোট একটি দোকানের ভেতর দিয়ে ঘরে যাতায়াত করতে হচ্ছে প্রদীপের পরিবারকে।

ভুক্তভোগী প্রবাসী প্রদীপ কুমারের ছোট ভাই গৌতম সূত্রধর বলেন, আমার ভাই এখানে জমি কিনে ভবন নির্মাণ করেন। শুরুতে কোনও সমস্যা ছিল না। এক বছর আগে প্রতিবেশী অগ্নি দাস তার আরও দেড় শতাংশ জমি কেনার জন্য আমার প্রবাসী ভাইকে প্রস্তাব দেয়। তখন ভাই তার জমি বর্তমান বাজার মূল্য অনুয়ায়ী কেনার ইচ্ছা পোষণ করেন। বর্তমান বাজার মূল্যে এই জমির দাম দেড় থেকে ২ লাখ টাকা। কিন্তু, অগ্নি দাস সেই জমির দাম চাইছেন প্রায় ২০ লাখ টাকা। তাই আমরা জমি কেনার জন্য রাজি হইনি।

তিনি আরও বলেন, এরপর অগ্নি দাস ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনতলা ভবনটির প্রবেশ ফটকের সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে আমার প্রবাসী ভাই এর স্ত্রী সম্পা রানী সূত্রধর ও দুই শিশু কন্যাকে ওই ঘরে প্রবেশ করতে হলে দোকানের সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতে হচ্ছে।

বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বলেও কোনও সমাধান না পাওয়ায় আক্ষেপ ও অভিযোগ করেছেন গৌতম।

জানতে চাইলে অগ্নি দাস বলেন, প্রবাসী প্রদীপ কুমার তার চলাচলের রাস্তা না রেখেই ভবন নির্মাণ করেছেন। এটা তো তার সমস্যা। এখন আমার জমির ওপর দিয়ে তারা চলাচল করতে চায়। কিন্তু, আমার জমি তো কারও চলাচল করার জন্য নয়। তাই আমার জমিতে বেড়া দিয়েছি। 

তিনি দাবি করেন, প্রদীপকে আমি অতিরিক্ত দামে জমি কিনতে চাপ দেইনি। বরং তারা জমির দাম কম বলছেন। এছাড়া আমার জমিতে ময়লা আবর্জনা ফেলছেন।

জিনারদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ওসমান মোল্লা বলেন, ঘটনাটি আমি আংশিক শুনেছি। পুরো বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখতে হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা