X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোশাররফের কলকাতার ছবি আসছে ১২ ফেব্রুয়ারি

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৪:১৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:০৫
image

আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত কলকাতার প্রথম ছবি ‘ডিকশনারি’। এটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের নাট্যকার ও পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

ছবিতে আরও কাজ করেছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, পৌলমি বসু, চিত্রনায়িকা নুসরাত জাহানসহ অনেকে। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর অভিনেত্রী নুসরাত জাহান।

ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি। ছবি হলে মুক্তি পেলেই ভালো লাগে। তার ওপর ১০০ শতাংশ আসন যদি ভর্তি হয়ে যায়, তারচেয়ে ভালো আর কী হতে পারে?’

জানা যায়, এই সিনেমায় সম্পর্কের ব্যবধান উঠে আসবে। এর একটি গল্পে স্বামী-স্ত্রী হিসেবে থাকবেন মোশাররফ ও পৌলমি বসু।
মোশাররফ এক নব্য ব্যবসায়ীর চরিত্রে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন। অন্য গল্পে থাকছেন আবির, পরমব্রত ও নুসরাত জাহান।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ডিকশনারি’ চলচ্চিত্রটি।
এর চিত্রনাট্য তৈরি করেছেন উজ্জ্বল চ্যাটার্জি। এই ছবির শুটিংয়ের জন্য গেলো বছর ৭ মার্চ কলকাতায় যান মোশাররফ করিম। শুটিং শেষ করে ১৬ মার্চ ঢাকায় ফেরেন তিনি। এরপর একই বছর ডিসেম্বরের শুরুতে ছবির ডাবিংয়ে অংশ নিতে আবারও কলকাতা গিয়েছিলেন মোশাররফ। তখনই ছবির কাজ পুরোপুরি শেষ হয়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!