X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টেলিভিশন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংরেজি শেখা

জিশান হাসান
১৩ জানুয়ারি ২০২১, ১৯:৩৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৯:৩৬

জিশান হাসান কোভিড-১৯ মহামারির কারণে মাসের পর মাস ধরে বন্ধ আছে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। স্কুলের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকার গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তারা সংসদ টিভিতে প্রতিদিন পাঠ-প্রচারের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ই-লার্নিং উদ্যোগ গ্রহণ করেছে। তবে, ইংরেজি ভাষা শিক্ষা এবং টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে এটিকে চালিয়ে নেওয়ার বিষয়টি ততটা গুরুত্ব পায়নি, যতটা পাওয়া উচিত।

এসএসসি ও এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীরা প্রায়ই যে বিষয়গুলোতে অকৃতকার্য হয়ে থাকে, ইংরেজি তার অন্যতম। এর মানে হলো, যখন কিনা স্কুল খোলাও থাকে, তখনও শিক্ষার্থীরা যে মানের ইংরেজি শিক্ষা পেয়ে থাকে তা পর্যাপ্ত নয়। ইংরেজি ভাষা শিক্ষার এই দুর্বলতার গুরুত্বপূর্ণ কারণ হলো, ইংরেজি টেলিভিশন প্রোগ্রামের সংস্পর্শে আসার অভাব।

৮০’র দশকের পরিস্থিতি কিন্তু আজকের মতো ছিল না। তখন বেশিরভাগ শিশুই বিটিভিতে অন্তত ১ ঘণ্টার ইংরেজি প্রোগ্রাম দেখার সুযোগ পেত। সেই সময়ে সিসিম স্ট্রিট, ব্র্যাডি বাঞ্চ আর সিক্স মিলিয়ন ডলার ম্যানের মতো টেলিভিশন প্রোগ্রামগুলো শিশুদের ইংরেজি ভাষার সামর্থ্য বাড়াতে সহায়ক হতো, আজ যার বড্ড অভাব।

আমি টেলিভিশনের মাধ্যমে ভাষা শিক্ষার শক্তির দিকে নজর ফেরাতে বাধ্য হই, যখন ঢাকায় আমার ছোট বাচ্চারা মোটু-পাতলু কিংবা ওগি অ্যান্ড দ্য ককরোচেস দেখতে থাকার একটা পর্যায়ে হিন্দি বাক্য/বাক্যাংশ প্রকাশ করতে শুরু করলো। আমি তখন অনুধাবন করতে সক্ষম হলাম, ইংরেজি ভাষায় বেশি বেশি টেলিভিশন প্রোগ্রাম বানিয়ে তা টেলিভিশনে প্রচার করার মধ্য দিয়ে অনায়াসেই আমরা শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারি।   

দুর্ভাগ্যজনক বিষয় হলো বাংলাদেশে এ সময়ে কোনও শিশুর ইংরেজি টিভি শো-এর সংস্পর্শে আসার সুযোগ নেই বললেই চলে। ভারতীয় চ্যানেলগুলোতে হিন্দি কার্টুনের ছড়াছড়ি (আমার নিজের বাচ্চারাও তা দেখে)। ইংরেজি ভাষায় শিশুদের অনু্ঠান প্রচারের যে শিক্ষাগত প্রয়োজনীয়তা রয়েছে তা বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো বাণিজ্যিক কারণে মেটাতে পারে না। বেসরকারি চ্যানেলে সম্প্রচারের জন্য যে অনুষ্ঠান তৈরি করা হয় তা বাংলা ভাষায় করতে হয়। নাহলে তারা বিজ্ঞাপন দাতাদের আকৃষ্ট করতে পারে না। তা টেকসইও হয় না। এমনকি দীপ্ত টিভিকেও দর্শক ও বিজ্ঞাপন রাজস্ব নিশ্চিত করতে বেন টেন কিংবা পাওয়ারপাফ গার্লস এর মতো বিদেশি কার্টুনগুলোকে বাংলায় ডাবিং করে সম্প্রচার করতে হয়।

এর একটিই সমাধান: সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি। গত ডিসেম্বরে এর ৫৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এটি এখনও সরকারি তহবিলে পরিচালিত হয় বলে বেসরকারি চ্যানেলগুলোর মতো বিজ্ঞাপন দাতাদের কাছে জিম্মি নয়। ইংরেজি ভাষায় শিশুদের জন্য টিভি শো’র প্রয়োজন মেটানোর দায়িত্ব এখন যৌক্তিকভাবেই বিটিভির ওপর বর্তায়।

প্রতিদিন কয়েক ঘণ্টা করে ইংরেজি ভাষার অনুষ্ঠান চালানো যেতে পারে। বিশেষ করে সন্ধ্যার দিকে অর্থাৎ ৬ টার পর প্রাপ্তবয়স্করা টিভির নিয়ন্ত্রণ নেওয়ার আগেই তা করতে হবে। এসব অনুষ্ঠানে ছোট শিশুদের জন্য সিসিম স্ট্রিটের মতো শিক্ষনীয় কনটেন্ট যেমন থাকবে, তেমনি একটু বড় শিশু যাদের জন্য শুধু বিনোদন এবং ইংরেজি ভাষার চর্চা দরকার তাদের জন্য কার্টুনের মতো উচ্চমানের বিনোদনমূলক অনুষ্ঠান থাকতে হবে।

বস্তুত, ১২ বছরের স্কুল জীবনের কোর্স হিসেবে সকল শিশুরই ইংরেজি শেখার সক্ষমতা রয়েছে। তবে মূল বিবেচ্য হলো শিশুদেরকে নতুন একটি ভাষা শিখতে হলে প্রতিদিন কয়েক ঘণ্টা করে এর সংস্পর্শে থাকতে হবে। আধুনিক যুগে আমাদের উচিত টিভিকে ইংরেজি ভাষা শিক্ষার যন্ত্র হিসেবে ব্যবহার করা। বিশেষ করে স্কুল বন্ধ থাকার এ দিনগুলোতে অনেক দরিদ্র শিশুর জন্য তা কাজে দেবে। কারণ এসব শিশুর কাছে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই। অবশ্যই শিক্ষামূলক টিভির চাহিদা মেটানোর কাজটি করা বেসরকারি কিংবা বাণিজ্যিক চ্যানেলের জন্য সম্ভব নয়, যা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের পক্ষে সুবিধাজনক।

লেখক: পরিচালক,  কাজী মিডিয়া । ব্যবস্থাপনা পরিচালক, সিসনোভা

 

/বিএ/এফইউ/এমওএফ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বশেষসর্বাধিক

লাইভ