X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিথ্যা ঘোষণায় আনা ২ কন্টেইনার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯

রফতানিমুখী পোশাক শিল্পের নামে চীন থেকে আনা দুই কন্টেইনার পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম কন্টেইনার দুটি জব্দ করেন। বুধবার (১৩ জানুয়ারি) কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর শাখা) রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় এক কোটি ৪০ লাখ টাকা শুল্কফাঁকির অপচেষ্টা করেছিল বলে তিনি জানান।

রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈশ্বরদী ইপিজেডের রফতানিমুখী প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নামে ব্লিচড ফেব্রিক ঘোষণায় চীন থেকে দুই কন্টেইনার পণ্য আমদানি করা হয়। আসার পর একটি কন্টেইনার প্রায় দেড় মাস, অপরটি ২০ দিন অতিবাহিত হলেও পণ্য খালাসের জন্য আমদানিক প্রতিষ্ঠান কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। একপর্যায়ে ওই দুটি কন্টেইনারে ঘোষণা বহির্ভূত পর্দা ও সোফার কাপড় আছে বলে আমরা গোপন সংবাদ পাই। সেই তথ্যের ভিত্তিতে  অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কন্টেইনার দুটির বিএল ব্লক করে রাখে। এরপর কাস্টম কমিশনারের নির্দেশে কনটেইনার দুটি ফোর্স কিপডাউন করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেন এআইআর শাখার কর্মকর্তারা।’ 

তিনি আরও বলেন, ‘পণ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমদানিকারকের প্রতিনিধিকে মৌখিকভাবে অনুরোধ করে এআইআর টিম। সে অনুযায়ী তারা জানায়, কন্টেইনার দুটি তাদের প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত নয় এবং কেউ তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্যচালান দুটি আমদানি করেছে। কমিশনার মহোদয়ের নির্দেশে কন্টেইনার দুটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেন এআইআর শাখার কর্মকর্তারা। আজ কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্য শিল্পের কাঁচামালের পরিবর্তে পাওয়া যায় প্রায় ৪০ মেট্রিক টন পর্দা ও সোফার কাপড়। দেড় কোটি টাকা মূল্যের এই চালানে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়