জাতীয় ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে মুখোমুখি হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচে। আজ (বৃহস্পতিবার) বিকেএসপির ৪০ ওভারের ম্যাচটিতে দুই দলের নেতৃত্বে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দল দুটির নামও রাখা হয়েছে অধিনায়কদের নামে। প্রথমে ব্যাট করছে তামিমের দল।
প্রাথমিক দলের ২২ ক্রিকেটার দুই গ্রুপে ভাগ হয়ে এই ম্যাচ খেলছেন। শক্তির বিচারে মাহমুদউল্লাহ একাদশ অনেকটাই এগিয়ে। মাহমুদউল্লাহ ছাড়াও এই একাদশে রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এছাড়া নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেনও রয়েছেন। পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরীফুল ইসলাম।
তামিম একাদশে রয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্তরা। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন দলটিতে। এছাড়া নির্ভরযোগ্য দুই পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানকে পেয়েছেন তামিম।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে ১৬ জানুয়ারি। জৈব সুরক্ষা বলয়ে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার ম্যাচগুলো মাঠে থেকে দেখবেন।
তামিম একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ একাদশ: ইয়াসির আলী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরীফুল ইসলাম।