X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনায় করোনা ভেক্সিনের প্রাথমিক চাহিদা ৯৭ হাজার

খুলনা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৩:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৩:১১

খুলনা জেলা থেকে প্রথম ধাপে করোনা ভেক্সিনের ৯৭ হাজার ডোজের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ করোনার এই মহামারি সময়ে সম্মুখসারির প্রতিষ্ঠানগুলোর জন্য এই চাহিদার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে করোনার টিকা পৌঁছাবে বাংলাদেশে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে এটি মানুষকে দেওয়া সম্ভব হবে। এ বিষয়ে প্রথম দিকে কারা টিকা নিতে পারবেন, কতজন নিতে পারবেন ইতোমধ্যে সে তথ্যও নির্ধারণ ও প্রকাশ করেছে মন্ত্রণালয়। তৃণমূলে এই টিকা সঠিকভাবে পাঠানোর উদ্দেশ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, করোনার টিকা প্রদানের প্রাথমিক প্রস্তুতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক সভাপতি ও তিনি সদস্য সচিব এবং সংসদ সদস্যদের উপদেষ্টা করে কমিটি তৈরি করা হয়েছে। খুলনায় যেহেতু ওয়াল্ক ইন কুলার রুম টাইপ ফ্রিজ নেই। এটি খুলনা বিভাগের গোপালগঞ্জে আছে। সেহেতু করোনার টিকা সংরক্ষণ ও প্রদানের ক্ষেত্রে খুলনায় ব্যবহৃত হবে আইস লার্নিং রেফ্রিজারেটর। সে লক্ষ্যে জেলার ৩৩টি আইএলআর প্রস্তুত রাখা হয়েছে। আরও ১০টি আইএলআর মেশিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এছাড়া করোনার টিকা দেওয়ার সঙ্গে যারা মাঠ পর্যায়ে যুক্ত থাকবেন তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা থেকে সিদ্ধান্ত এলেই তাদের প্রশিক্ষণ শুরু হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, প্রাথমিকভাবে চার শ্রেণির মানুষ এই টিকা নিতে পারবেন না। ১৮ বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা মা, যে সব মা শিশুদের দুধ পান করান তারা ও করোনা পজেটিভ হওয়ার চার সপ্তাহের মধ্যে কেউ এই টিকা নিতে পারবেন না। এমনকি করোনা নেগেটিভ হওয়ার পর সিমটম থাকলেও কেউ টিকা নিতে পারবেন না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা