X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় পৌর নির্বাচন: এবার কাউন্সিলর প্রার্থীর মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৩:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৫৯

ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে সংঘাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত হোসেন বল্টু (৫০) নিহতের ৫ ঘণ্টা পর একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাত ২টার দিকে শৈলকুপার কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে কবিরপুর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু রাতে পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়াতে প্রচারণা চালাতে যান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি মার্কার আলমগীর খান বাবুর সমর্থকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার ৫ ঘণ্টার ব্যবধানে রাত ২টার দিকে শৈলকুপার কুমার নদ থেকে উদ্ধার করা হয়েছে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ। নদীর ভেতরে দাঁড়ানো অবস্থায় ছিল তার মৃতদেহটি। কীভাবে মৃত্যু হয়েছে এই কাউন্সিলর প্রার্থীর তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পর মুত্যুর কারণ জানা যাবে বলে জানান শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম।

এদিকে পর পর দুটি মৃত্যুর ঘটনায় শৈলকুপা পৌরসভার নাগরিক ও ভোটারদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তী সংর্ঘষ এড়াতে পৌর এলাকার সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া