X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাইডেন-হ্যারিসের জয়ে ঢাকায় সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৬:৪৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:১১

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ করেছে ন্যাপ ভাসানী ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি জো বাইডেনের গণতান্ত্রিক মনোভাব ও উদারতার মধ্য দিয়ে সারা বিশ্ব শান্তির পথে হাঁটবে। সারা বিশ্বে যে জাতিগত দ্বন্দ্ব, মারামারি, তা বন্ধ হয়ে যাবে। সব দেশের রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের পথে হাঁটবেন। আজকের সমাবেশ থেকে আশা করছি, জো বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে বিশ্বের প্রতিটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। এছাড়া জাতিসংঘ যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবেন।

এ সময় বক্তারা রোহিঙ্গাসহ আন্তর্জাতিক সব সমস্যা সমাধানে জো বাইডেনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এমএ ভাসানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক।

নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘এই আমেরিকা প্রায় ৫শ’ বছর ধরে গণতান্ত্রিক মূল্যবোধে শাসিত হচ্ছে। আমেরিকা বিশ্বের শান্তির জন্য কাজ করছে। বিশেষভাবে মানবাধিকার বাস্তবায়নের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছে আমেরিকার জনগণ ও অ্যাডওয়ার্ড কেনেডি। আমরা কেনেডি ও দেশটির জনগণের কাছে কৃতজ্ঞ ও ঋণী। আজ আমরা যে সমাবেশের আয়োজন করেছি, সেই সমাবেশের লক্ষ্য হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানো। আমরা এ কারণেই তাদের অভিনন্দন জানাচ্ছি, অনেক প্রতিকূল অবস্থার পর আমেরিকার জনগণ এই দুজনকে নির্বাচন করেছেন। আগামীতে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’

এম এ ভাসানী বলেন, ‘আমেরিকা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। আমেরিকা ডিভি’র মাধ্যমে প্রায় ৫ লাখ লোকের কর্মসংস্থান ও নাগরিকত্ব দিয়েছে, এটা তারই প্রতিফলন। সে কারণে আমরা আমেরিকার সরকারের প্রতি চিরকৃতজ্ঞ। আমরা আশা করি, আগামীতে জো বাইডেন ও কমলা হ্যারিস বাংলাদেশের পক্ষে কাজ করবেন। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবেন। যেমন, গার্মেন্টস সেক্টরে তারা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে কাজ দেবেন।’

এম এ জলিল বলেন, ‘আমেরিকা গণতান্ত্রিক দেশ। তাদের সরকার পরিবর্তন হয় নির্বাচনের মাধ্যমে। তার প্রতিফলন জো বাইডেন ও কমলা হ্যারিস। আমরা জো বাইডেন ও কমলা হ্যারিসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ তারা দুজনে আমেরিকার জনগণ ও বিশ্বের সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’