আর কয়েকটা দিন পরই অপেক্ষা দূর হচ্ছে ক্রিকেটারদের। ১০ মাসের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে টিম বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে মাঠে ফিরবে তামিম ইকবালরা। তার আগে অবশ্য নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচে খেলছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার ওই প্রস্ততি নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে। আমি মনে করি, আমরা কিছু ভালো ক্রিকেট উপহার দিতে পারবো। আমি আশাবাদী যে আমরা সিরিজ জিতবো।’
বৃহস্পতিবার তামিমের দলকে একতরফা ভাবেই হারিয়েছে মাহমুদউল্লাহর দল। ১৬২ রানের জবাবে খেলতে নেমে মাহমুদউল্লাহ অধিনায়কোচিত ইনিংস খেলে জয়ের দেখা পেয়েছেন। ম্যাচের মূল্যায়ন নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সবমিলিয়ে ভালো ম্যাচ হয়েছে, আমার মনে হয় বোলাররা ভালো বল করেছে। দুই দলের বোলাররাই ভালো বল করেছে। উইকেট সম্ভবত শুরুর দিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে বরং উইকেট ভালো হয়েছে। সবমিলিয়ে আমি বলবো ভালো অনুশীলন হয়েছে।’
৬৪ বলে ৪ চারে ৫১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। নিজের ইনিংসটি নিয়ে তিনি বলেছেন, ‘ব্যাটিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার একটা ভালো সময় কেটেছে।’
বোলিংয়ে ৬ ওভারে উইকেট শূন্য থাকার পর প্রত্যাশা ছিল সাকিব ব্যাট হাতে পুষিয়ে দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে ৯ রানেই সাজঘরে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহ তার আউট নিয়ে আক্ষেপ করে বলেছেন, ‘সাকিবের রান আউটটা দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। ননস্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের গায়ে লেগে বলটা বোলারের কাছে চলে গেছে। সাধারণ ভাবে এটি অনায়াসেই এক রান হয়ে যায়।’