X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এক লাখ ৯০ হাজার কোটির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন বাইডেন

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ১১:১৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১১:৪৩
image

আগামী সপ্তাহে শপথ নেওয়ার আগেই করোনাভাইরাস কবলিত মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে এই  প্যাকেজ অনুমোদন পেলে মার্কিন পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকবে এক লাখ কোটি ডলার। এই বরাদ্দ থেকে প্রত্যেক মার্কিন নাগরিক সরাসরি এক হাজার চারশ’ ডলার পাবে। এছাড়া করোনা মোকাবিলায় ব্যয় হবে ৪১ হাজার পাঁচশ’ কোটি ডলার আর ছোট ব্যবসাগুলোর জন্য বরাদ্দ থাকবে ৪৪ হাজার কোটি ডলার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মহামারি অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছর নির্বাচনি প্রচারণায় তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালোভাবে মহামারি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে শীতের মৌসুমে নতুন করে ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকার মধ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন বাইডেন। সম্প্রতি দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছে আর মৃতের সংখ্যা কখনও কখনও চার হাজার ছাড়িয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে বৃহস্পতিবার রাতে এক প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন বলেন, ‘নাগরিকদের দুর্ভোগ আরও স্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছে আর আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই।’ তিনি বলেন, ‘জাতির স্বাস্থ্যব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের ব্যবস্থা নিতে হবে আর তা এখনই করতে হবে।’ যুক্তরাষ্ট্রের আগামী এই প্রেসিডেন্ট বলেন, ‘সামনে বাধা আসবে। তবে আমি আপনাদের কাছে সবসময় সৎ থাকবো যে কী উন্নতি আমরা করতে পেরেছি আর কী বাধার মুখে আমরা পড়ছি।’

পরিকল্পনা অনুযায়ী, আমেরিকান নাগরিকদের টিকা প্রদানে দুই হাজার কোটি ডলার ব্যয় করতে চান জো বাইডেন। এর মধ্যে থাকবে গণহারে টিকা প্রদান কেন্দ্র স্থাপন এবং দুর্গম এলাকায় টিকা সরবরাহের জন্য ভ্রাম্যমাণ বিতরণ কেন্দ্র নির্মাণ।

ট্রাম্প প্রশাসনের আমলে দুইটি ভ্যাকসিন বিতরণ শুরু হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিতরণ কাজে গতি আনা প্রয়োজন।

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি